বিনোদন প্রতিবেদক

  ০৭ মার্চ, ২০১৮

শিল্পীদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়

শিল্পীদের স্বাস্থ্যসেবায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর এ কাজে যুক্ত হয়েছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। শিল্পী সমিতির সঙ্গে হাসপাতালটির এক চুক্তির ফলে চলচ্চিত্র শিল্পীরা তাদের পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশের মতো ছাড় দেবে হাসপাতালটি। এ ছাড়া শিল্পীদের অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেবে তারা। সম্প্রতি বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করেন সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক সোহেল রানা, সমিতির সহসভাপতি রিয়াজ, কার্যনির্বাহী কমিটির সদস্য পপি ও ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেনসহ অনেকে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘স্বাস্থ্যসেবার পাশাপাশি এখন থেকে আর্থিকভাবে অসচ্ছল চলচ্চিত্র শিল্পীরা হাসপাতালটিতে বিশেষ সুবিধা পাবেন। এ চুক্তির আওতায় শিল্পী সমিতির সদস্যরা স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি উন্নতমানের চিকিৎসা পাবেন চলচ্চিত্রের নিবন্ধিত শিল্পীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist