বিনোদন প্রতিবেদক

  ০৫ মার্চ, ২০১৮

নারী দিবসে ‘রূপ অরূপের গল্প’

মানুষের অন্তরের রূপ আমরা কজন দেখতে পাই। আমাদের সমাজে মানুষের রূপকে সবচেয়ে বড় করে দেখা হয়। তবে সত্যি কি রূপই মানুষকে মূল্যায়ন করার চূড়ান্ত মাপকাঠি? এমন একটা গল্প নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘রূপ অরূপের গল্প’। একজন অ্যাসিডদগ্ধ নারীর গল্প আর তার সংগ্রামের পথকে দেখানোর চেষ্টা করা হয়েছে গল্পে। দেখানো হয়েছে নারীর ক্ষমতায়নকে। কীভাবে প্রতিকূলতার জীবনকে পেছনে ফেলে নতুন করে এগিয়ে যাওয়া যায়। এই গল্পকে টিভির পর্দায় রূপদানের প্রয়াস দেখিয়েছেন নির্মাতা শ্রাবণী ফেরদৌস। পাশাপাশি নাটকটির রচনায়ও ছিলেন তিনি। একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। বিপরীতে রয়েছেন আবদুর নূর সজল। নাটকটি নিয়ে প্রভা জানান, নাটকটিতে আমার চরিত্রে নাম রূপা। সব সময় চাই নতুন কোনো গল্পে ও চরিত্রে নিজেকে আবিষ্কার করতে। এমনই একটি সুন্দর চরিত্র রূপা। আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। কতটা পেরেছি তা দর্শকই বলবেন।

সজল-প্রভা ছাড়াও নাটকটিতে রয়েছেন নীলা ইসরাফিল, লুনা উপল, মম, পাপড়িসহ অনেকে। নারী দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় আগামী ১০ মার্চ রাত ৮টায় ‘রূপ অরূপের গল্প’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist