বিনোদন প্রতিবেদক

  ০৪ মার্চ, ২০১৮

মোশাররফ করিমের উপস্থাপনায় ‘জাগো বাংলাদেশ’

তার অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শক। যেকোনো উৎসব কিংবা উপলক্ষকে কেন্দ্র তার নতুন কী আসছে তা দেখার জন্য মুখিয়ে থাকেন তারা। সেই জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিমকে এবার দেখা যাবে উপস্থাপনায়। যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘টেডএক্স’ ও ভারতের ‘সত্যমেভ জয়তে’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে নির্মিত চ্যানেল টোয়েন্টি ফোরের ‘জাগো বাংলাদেশ’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করবেন মোশাররফ করিম। এ প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘এবারই প্রথম কোনো টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করছি। উপস্থাপনা আমার কাজ না; কিন্তু এই অনুষ্ঠানের পরিচালক আরিফ এ আহনাফ আমার কাছে যখন প্রস্তাব নিয়ে আসেন, তখন আমি দ্বিতীয় কিছু চিন্তা করিনি। মুহূর্তেই রাজি হয়ে যাই। আমার কাছে পুরো ব্যাপারটি খুব লোভনীয় মনে হয়েছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু করতে পারছি এটাই আমার কাছে লোভ।’ প্রাথমিকভাবে অনুষ্ঠানটির ১৩টি পর্ব ধারণ করা হচ্ছে। এবার যেসব বিষয় নিয়ে পর্বগুলো নির্মিত হচ্ছে তার মধ্যে রয়েছে-মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিয়ে, সড়ক দুর্ঘটনা, বৃহন্নলা ও পরিবেশ দূষণ। ১১ মার্চ থেকে সপ্তাহের প্রতি রোববার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist