বিনোদন প্রতিবেদক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

একুশে পদকপ্রাপ্ত নির্মাতাদের সম্মাননা দেবে পরিচালক সমিতি

বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভিন্ন সময় একুশে পদক দেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৯ জন চলচ্চিত্র পরিচালক একুশে পদক পেয়েছেন। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী, সুরকার, গীতিকারসহ অনেককে এ সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে ১৯ জন একুশে পদকপ্রাপ্ত নির্মাতাদের সম্মাননা দেওয়া হবে বলে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘আমরা ২১ ফেব্রæয়ারি, ১৯ জন একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা দেব। এর মধ্যে কয়েকজনকে মরণোত্তর সম্মাননাও প্রদান করব।’

জহির রায়হান, সৈয়দ শামসুল হক, আমজাদ হোসেন, হুমায়ূন আহমেদ, সুভাষ দত্ত, আবদুল জব্বার খান, গাজী মাজহারুল আনোয়ার, চাষী নজরুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, এটিএম শামসুজ্জামান, ইলিয়াস কাঞ্চনসহ ১৯ জনকে একুশে সম্মাননা দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist