বিনোদন প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

অভিযুক্ত শিল্পীদের বিরুদ্ধে এ মাসেই সিদ্ধান্ত

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির সদস্য সংখ্যা ৬২৪ জন। তবে এর মধ্যে ২৭০ জন সদস্য হওয়ার অনুপযুক্ত বলে অভিযোগ উঠেছে। যদিও চলচ্চিত্র শিল্পী সমিতির সংবিধান অনুযায়ী পূর্ণ সদস্য হতে হলে একজন শিল্পীকে ন্যূনতম পাঁচটি চলচ্চিত্রের (মুক্তিপ্রাপ্ত) গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হয়। তবে অভিযুক্ত ২৭০ জনের সিংহভাগেরই সেই যোগ্যতা নেই বলে প্রমাণ মিলেছে। অনিয়ম রয়েছে আরো বেশ কিছু বিষয়েও। এমনটাই জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান। এ বিষয়ে জায়েদ খান বলেন, সমিতির সদস্যপদ নিয়ে এতকাল অনেক অনিয়ম হয়েছে। অনেক সদস্য আছেন যাদের একটি সিনেমাও নেই! অভিযোগ রয়েছে-অনেক সদস্য আছেন যারা টাকার বিনিময়ে সদস্য হয়েছেন। এমন আরো অনেক বিব্রতকর ঘটনা রয়েছে। সব মিলিয়ে আমরা নির্বাচিত কমিটি সর্বসম্মত হয়ে মনে করছি, চলচ্চিত্রের উন্নতি এবং শিল্পীদের মান রক্ষার জন্য এই বিতর্ক থেকে বেরিয়ে আসা দরকার। এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন-এমন প্রশ্নে তিনি আরো বলেন, ‘২৭০ জনের ব্যাপারে সমিতি নতুন করে সিদ্ধান্ত নেবে। আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলব। যিনি পারবেন তিনি পূর্ণ সদস্য থাকবেন, না হলে সহযোগী সদস্য করে দেওয়া হবে। ফলে তাদের ভোটাধিকার থাকবে না।’ তবে কবে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আরো বলেন, ‘২৮ তারিখ আমরা সম্মিলিতভাবে বিষয়টি যাচাই-বাছাই করব এবং সবার মতামতের ভিত্তিতেই অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist