বিনোদন প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

জুটন চৌধুরীকে স্মরণ করে নাটকের ঘোষণা

১ মার্চ থেকে আনুষ্ঠানিক সম্প্রচারে আসছে নতুন টিভি চ্যানেল নাগরিক। চ্যানেলটিতে প্রচারের অপেক্ষায় থাকা একটি ধারাবাহিক নাটকের ঘোষণার জন্য গত রোববার বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাটকের নাম ‘শ্বশুর আলয় মধুর আলয়’। অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাংবাদিক জুটন চৌধুরীকে বিশেষভাবে স্মরণ করেন আয়োজকরা। শুরুতেই এক মিনিট নীরবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অংশ নেন নাটকটির অভিনয়শিল্পী দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাহুল আনন্দ, হিল্লোল, মৌটুসী ও প্রভা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক, ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আবদুন নূর তুষারসহ অনেকে। অনুষ্ঠানে প্রত্যেক শিল্পীই তাদের অভিজ্ঞতা ও নাটকটি নিয়ে মতামত দেন। লেখক আনিসুল হক বলেন, হিন্দি সিরিয়ালের সময়ই আমরা ‘একান্নবর্তী’ বা ‘সিক্সটি নাইন’ নাটকগুলো তৈরি করে সফল হয়েছিলাম। নতুন এ নাটকের প্রধান চরিত্র স্বৈরাচারী শাশুড়ি তৈরি করতে চাইলেও আদৌ তা সম্ভব হয়নি। যৌথ পরিবারের মিষ্টি একটি নাটক হয়ে গেছে। ‘শ্বশুর আলয় মধুর আলয়’ পরিচালনা করেছেন আলভী আহমেদ। তিনি দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আবদুন নূর তুষার জানান, নাটকটি সপ্তাহে দুই দিন চ্যানেলটিতে প্রচার হবে। মুঠোফোন সেবা ব্যবহার করে নাটকটির সূচি দর্শকদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া চ্যানেলটির পর্দায় কোনো ধরনের স্ক্রল বা ছোট বিজ্ঞাপন থাকবে না। বিজ্ঞাপনের সময়সীমাও একেবারে কম রাখা হবে। ১ ঘণ্টার নাটকের জন্য ১৫ মিনিট বিজ্ঞাপন প্রচার হবে। নাটকের মাঝখানে সর্বোচ্চ সাত মিনিট বিজ্ঞাপন থাকবে। এ ছাড়া কেউ যদি ইন্টারনেটে নাটকটি দেখতে চান, চ্যানেলটি সে ব্যবস্থাও করে রেখেছে। এর ওয়েবসাইটে এক সপ্তাহের মধ্যে অনুষ্ঠান ও নাটক আপলোড করা থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist