বিনোদন প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

একুশে ফেব্রুয়ারির নাটকে নিলয়-ঈশানা

অমর একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর গুরুত্ব ও বিশেষত্ব নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফেরা’। এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও লাক্স তারকা ঈশানা। ‘ফেরা’ রচনা করেছেন মমর রুবেল এবং নির্মাণ করেছেন আনিসুজ্জামান।

নাটকটি প্রসঙ্গে ঈশানা গণমাধ্যমকে বলেন, নিলয়ের কাছে ভাষা দিবস মূল্যহীন। কিন্তু আমার পরিবারে একজন ভাষাসৈনিক থাকেন। সে ভাষার গুরুত্ব দেয় না বলেই একটা সময় আমার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিলয়ের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে থাকে। সে বুঝতে চেষ্টা করে ভাষা দিবসের গুরুত্ব কী, কেন সবাই একুশে ফেব্রুয়ারিকে শ্রদ্ধার সঙ্গে পালন করেন! এরপর নিলয় ও ঈশানার সম্পর্কের অন্যদিকে মোড় নেয়। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নিলয়-ঈশানা ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী উজ্জ্বল, শেলী আহসানসহ অনেকে। মহান ভাষা দিবসের দিন ‘ফেরা’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist