বিনোদন প্রতিবেদক

  ২৯ জানুয়ারি, ২০১৮

প্রথমবার নেতিবাচক চরিত্রে নোভা

নোভার মিডিয়াতে আসা অনেকটা সিনেমার গল্পের মতোই। ২০০৫ সালের কথা, ড্রয়িং রুমে রাখার জন্য শখ করে ফটোগ্রাফার চঞ্চল মাহমুদের কাছে কিছু ফটোশুট করান। সেই ছবিগুলো বেশ কিছু বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানে পাঠান চঞ্চল। সে বছরই ডাক পান ‘প্রাণ ডাল ভাজা’র একটি বিজ্ঞাপনের কাজ করার জন্য। সে সময় তার অভিনীত বিজ্ঞাপনটির ‘মুঠোয় মুঠোয় সময় পার’ ডায়ালগটি বেশ জনপ্রিয়তা পায়।

প্রথম বিজ্ঞাপনের পর চ্যানেল ওয়ানের একটি থিম সং-এ কাজ করেছিলেন তিনি। এরপর ‘ইউগট লুক’ প্রতিযোগিতা শুরু হলে বন্ধুদের সঙ্গে অনেকটা বাজি ধরে সেখানে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পাশাপাশি বেস্ট লুক, মোস্ট কুল, বেস্ট স্মাইল তিনটি ক্যাটাগরিতেও সেরা

বিবেচিত হন নোভা।

এবার প্রথমবারের মতো কোনো নাটকে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেন নোভা। দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনো নেতিবাচক চরিত্রে অভিনয় করেননি তিনি। নাটকের নাম ‘কমলার বনবাস’। সতীর্থ রহমান রুবেলের পরিচালনায় নাটকটিতে নোভা ছাড়া আরও অভিনয় করেছেন সাজু খাদেম, শ্যামল মাওলা ও ছন্দা। নাটকটি নিয়ে নোভা বলেন, ‘রূপকথার সেই কমলার বনবাসের গল্প নয় এটি। একটি কমলাকে নিয়ে এই নাটকের গল্প! নেতিবাচক হলেও চরিত্রটি খুব মজার। তাই কাজটি করলাম। নাটকটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist