বিনোদন প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৮

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ নিয়ে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। এবার উৎসবের মূল ভেন্যু নির্ধারিত হয়েছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এ ছাড়া শাহবাগের জাতীয় জাদুঘর, ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, অলিয়ঁস ফ্রঁসেজ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

৫৮টি দেশ থেকে অংশগ্রহণকারী শিশুদের জমা পড়া এক হাজার চলচ্চিত্র থেকে উৎসবে প্রদর্শিত হবে প্রায় ২২০টি চলচ্চিত্র। এবার বিচারক হিসেবে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগ। এ বিভাগে নির্বাচিত ২১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্য ৫টি চলচ্চিত্র পুরস্কার পাবে। পুরস্কারের জন্য গঠিত পাঁচ সদস্যের জুরি বোর্ডের সবাই শিশু-কিশোর। এ বছরও ‘ইয়ং বাংলাদেশি ফিল্মমেকার সেকশন’ শীর্ষক বিভাগটি রয়েছে, যেখানে ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নেবেন। এ ছাড়া রয়েছে সোশ্যাল ফিল্ম সেকশন, যেখানে ‘নারীর প্রতি সহিংসতা’ বিষয়টি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist