বিনোদন প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০১৮

শিল্পী শাম্মী আক্তারের জনপ্রিয় গান

সদ্য প্রয়াত শিল্পী শাম্মী আক্তার। দীর্ঘ সংগীত জীবনে তিন শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। গেয়েছেন অনেক কালজয়ী গান, যা আজও শ্রোতাদের হৃদয়ে দোলা দিয়ে যায়। শাম্মী আক্তার আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত ছবির মাধ্যমে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন। চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুর ও সংগীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

শিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলআনা’ ইত্যাদি। গত মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। পাঁচ বছরের বেশি সময় ধরে স্তন ক্যাসসারের সঙ্গে যুদ্ধ করছিলেন শাম্মী আক্তার। গত বছর অক্টোবরে তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। শেষরক্ষা হলো না কিছুতেই। গতকাল বুধবার বাদ মাগরিব জানাজা শেষে শাম্মী আক্তারকে শাহজাহানপুর গোরস্তানে দাফন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist