বিনোদন প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০১৮

আবার শ্রেষ্ঠত্বের কাতারে জয়া

জয়া আহসানের জয়জয়কারে পূর্ণ ছিল ২০১৭ সাল। ২০১৮ সালে এসেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবার বছরের শুরুতে তার হাতে উঠল ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার। গত রোববার এই পুরস্কার পেলেন জয়া, আর ছবি সেই ‘বিসর্জন’ই। যে ছবি তাকে দিয়েছে বিশেষ খ্যাতি ও বিরল সম্মান।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবি দিয়ে জয়ার চলচ্চিত্রে যাত্রা। এই ছবির সাফল্যের পর জয়া দুই বাংলার ছবিতেই নিয়মিত অভিনয় করছেন। যদিও ২০১৭ সালে কলকাতার ছবিতে তার অভিষেক। সে বছর জয়া ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখার্জি পরিচালিত ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত ‘রাজকাহিনি’ ছবি

দুটিতে অভিনয় করেন।

তবে বিশেষ করে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ ছিল তার অভিনীত ২০১৭ সালের শেষ ছবি। আর এ ছবির জন্য জয়া পরপর দুটি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন। এর একটি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির অপরটি ‘জি সিনে অ্যাওয়ার্ড’। মুম্বাইয়ের বিকে গ্রাউন্ডসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে গত ১৯ ডিসেম্বর তাকে এ সম্মানে ভূষিত করা হয়। ওই দিন জয়ার হাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তুলে দেন তামিল চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist