বিনোদন প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০১৮

সাবিলার ‘অনুর প্রজাপতির রং সাদা’

গুগল সার্চে ২০১৭ সালে বাংলাদেশের শোবিজ তারকাদের মধ্যে শীর্ষে ছিলেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। নিঃন্দেহে এটি তার একটি অনন্য পাওয়া। নানা কারণে আলোচিত এ তারকাকে দর্শকরা তাদের পছন্দের তালিকায় সবার ওপরেই রাখতে চান। কোনো কোনো ক্ষেত্রে তাকে অনুসরণ কিংবা পিছু নিতেও চান কেউ কেউ। আর এমনই দৃশ্য দেখা যাবে ‘অনুর প্রজাপতির রং সাদা’ নাটকে।

নাটকটিতে তিথি চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। নাটকের গল্পে দেখা যাবে অর্ণব নামের একটি ছেলেকে। যাকে কিনা প্রায়ই তার পিছু নিতে দেখা যায়। এমনকি তিথির জীবন প্রায় অতিষ্ঠ করে তোলে ছেলেটি। তিথি অনেক দিন চুপ করেই ছিল। কিন্তু শেষতক আর না পেরে তাকে সবার সামনেই বকা দেয়। কিছুদিন থেমে আবার শুরু হয় একই ঘটনার পুনরাবৃত্তি।

তিথি সুন্দরী বলে তার পেছনে অনেক ছেলেই ঘোরে। কিন্তু অর্ণবের ক্ষেত্রে বিষয়টি অন্য রকম। সে পুরোপুরি নাছোড়বান্দা। কোনোভাবেই তাকে বিরত রাখা যাচ্ছে না। একদিন এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সবার সামনেই অর্ণবের গালে চড় বসিয়ে দেয় তিথি। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। বাকিটা দেখা যাবে পর্দায়।

এ নাটক প্রসঙ্গে সাবিলা বলেন, ‘তিথি চরিত্রে কাজ করা উপভোগ্য ছিল আমার কাছে। মজার মজার ঘটনাও দেখেছি। বিশেষ করে চড়ের দৃশ্যটি তিনবার পর পছন্দ হয়েছে নির্মাতার।’

নাটকটি লিখেছেন মহিউদ্দীন আহমেদ, পরিচালনায় পারভেজ আমিন। গত ১০ জানুয়ারি থেকে ঢাকার উত্তরায় এর শুটিং শুরু হয়। এতে অভিনয় করেছেন রোকেয়া রফিক বেবি, ইরফান সাজ্জাদসহ অনেকে। একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগিরই রাটকটি প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist