বিনোদন প্রতিবেদক

  ১৩ জানুয়ারি, ২০১৮

অভিনেতা সিরাজ হায়দারের মৃত্যুতে তারকাদের শোক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিরাজ হায়দার আর নেই। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ওইদিন কয়েক দফা জানাজা শেষে মুন্সীগঞ্জের সদর উপজেলার মীরকাদিমের দরগাবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তারকারা শোকপ্রকাশ করেন। তার কিছু অংশ এখানে তোলে ধরা হলো-

অভিনেতা ওমর সানী

‘সিরাজ হায়দার সাহেব ছিলেন আমার বাবার বন্ধু, যদিও আমার বাবার চেয়ে কিছুটা ছোট ছিলেন, তার পরও তাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব ছিল। সে হিসেবে আমার সঙ্গে শুধু সিনিয়র শিল্পীই নন, তার বাইরেও একটা সম্পর্ক ছিল। তিনি শুধু একজন শিল্পী নন, একজন শিক্ষক ছিলেন চলচ্চিত্রের জন্য। আমরা আমাদের মাথার ওপর ছায়াগুলো হারিয়ে ফেলছি।’

নায়ক ফেরদৌস

‘উনার সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি। কিন্তু দেখা হলেই হিরো বলে চিৎকার করে ডাক দিতেন, পায়ে হাত দিয়ে সালাম করার সময় সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতেন। এমনভাবে কথা বলতেন মনে হতো শিক্ষক পড়াচ্ছেন। উনার কাছে অনেক কিছু শিখেছি। উনার মৃত্যুর খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।’

নায়ক বাপ্পী চৌধুরী

‘সিরাজ স্যারের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছি, সব সময় বাবার মতো মনে হতো উনাকে। সব সময় অভিনয় নিয়ে কথা বলতেন, ভুলগুলো ধরিয়ে দিতেন। আমরা শুধু একজন অভিনতা নয়, একজন ভালো মানুষকে হারিয়েছি। জানি না কীভাবে এই শূন্যতা পূরণ হবে।’

নায়ক জায়েদ খান

‘শিল্পীদের জন্য তিনি সব সময় চিন্তা করতেন, দুস্থ শিল্পীদের কীভাবে সম্মান বাঁচিয়ে তার পাশে দাঁড়ানো যায়, তার পরামর্শ দিতেন তিনি। প্রচন্ড আত্মসম্মানবোধ নিয়ে তিনি চলাফেরা করতেন। আমি শিল্পী সমিতি পরিচালনা করার সময় তার কথাগুলো উপদেশ হিসেবে মনে রেখেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist