বিনোদন প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৮

সেলিম আল দীনের প্রয়াণ দিবসে নাটক ‘বিপরীত তমসায়’

পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে রচিত নাটক ‘বিপরীত তমসায়’। নাট্যাচার্য সেলিম আল দীনের কাহিনি থেকে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন শুভাশিস সিনহা। হাসান রেজাউল নির্মিত এ নাটকটি আগামীকাল রাত ৯টায়

এনটিভিতে প্রচার হবে।

নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘সাহিত্যনির্ভর কাজ করতে আমার সব সময় ভালো লাগে। সেলিম স্যারের নাটক চুমকি নির্মাণের মধ্য দিয়ে আমি প্রথম টেলিভিশনে নাটক নির্মাণ শুরু করি। বিপরীত তমসায় নাটকটিতে সেলিম স্যার আমাদের সাংসারিক জীবনের সঙ্গে সৌন্দর্যের যে মানসিক অবস্থান তা স্পষ্ট করে তুলে ধরেছেন। মনস্তাত্বিক দ্বন্দ্বই এ নাটকের মূল উপজীব্য। আগামী ১৪ জানুয়ারি সেলিম স্যারের প্রয়াণ দিবস। তাকে স্মরণ করে ১২ জানুয়ারি নাটকটি

প্রচার হবে।’

এই নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু ও ওমর আয়াজ অনি। আরো অভিনয় করেছেন আবুল বাসার মাসুম ও এটিএম রাসেল। প্রযোজনা প্রতিষ্ঠান অন ফোকাসের ব্যানারে নাটকটি নির্মিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist