বিনোদন প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৮

বিশ্ব ইজতেমায় ডিপজলের ৫০ বাস

এবারো বিশ্ব ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে ৫০টি বাস দিচ্ছেন। গত বছর দিয়েছিলেন ১৯৫টি বাস। যার ফলে দেশের দূরদূরান্তের অসংখ্য মুসল্লি সহজে ইজতেমায় অংশ নেন।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি খুবই দুঃখিত যে এ বছর আমাকে একসঙ্গে ৮৮টি বাস বিক্রি করে দিতে হয়েছিল। তাই খুব বেশি বাস এবার ইজতেমায় দিতে পারছি না। এবার আমি ৫০টি বাস দিচ্ছি। এ জন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো লাগত।’

ডিপজল আরো বলেন, ‘সবার দোয়ায় এখন আমি ভালো আছি। আপনারা দোয়া করেছেন বলেই আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় যতটুকু সম্ভব কাজ করে যাব। আমি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।’ উল্লেখ্য, আগামী ১২-১৪ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist