বিনোদন প্রতিবেদক

  ১০ জানুয়ারি, ২০১৮

সেলিম আল দীন স্মরণে তিন দিনের নাট্যোৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ঢাকা থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার যৌথ আয়োজনে বরেণ্য নাট্যকার ও গবেষক সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণোৎসব ১৪২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ জানুয়ারি শুক্রবার থেকে এই স্মরণোৎসব শুরু হবে, চলবে ১৪ জানুয়ারি বরেণ্য এই নাট্যকারের মৃত্যুবার্ষিকীর দিন পর্যন্ত।

১২ জানুয়ারি বেলা ১১টায় সেমিনার দিয়ে শুরু হবে এ স্মরণোৎসব। মূল প্রবন্ধ থাকবে মাসুম রেজার। আলোচক হিসেবে থাকবেন ইউসুফ হাসান অর্ক, সাধনা আহমেদ, মাসউদ ইমরান মান্নু, সোহেল হাসান গালিব, আবু সাইদ তুলু, আলতাফ শাহনেওয়াজ। দ্বিতীয় দিন ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের পরিবেশনায় সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় নাটক ‘নিমজ্জন’। ১৪ জানুয়ারি রোববার তৃতীয় এবং শেষদিনে সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেদিন সন্ধ্যা ৭টায় সেলিম আল দীনের রচনায় ও শিমুল ইউসুফের নির্দেশনায় ঢাকা থিয়েটার পরিবেশন করবে নাটক ‘ধাবমান’। এ নাটকটির মঞ্চায়ন হবে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist