বিনোদন ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৮

হলিউডে বর্ণবৈষম্যের শিকার বাংলাদেশিরা

হলিউডের একটি সিনেমায় শিল্পী নির্বাচনে বর্ণবাদের অভিযোগ উঠেছে। যে সিনেমাতে কাজ করছেন বাংলাদেশসহ এশিয়ার শিল্পীরা। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ডিজনি। ওয়ার্ল্ড ডিজনির নতুন অ্যানিমেশন ছবি ‘আলাদিন’-এ কাজের জন্য লন্ডনে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রতিষ্ঠানটি শিল্পী নির্বাচন করেছে। তবে তাদের এই নির্বাচনে বর্ণবাদের অভিযোগ উঠেছে। সানডে টাইমসের এক খবরে জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানটি এশীয় দেশগুলো থেকে ফর্সা শিল্পীদের নিয়েছে এবং তাদের নির্বাচন প্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্যই ছিল এটি। এ ছাড়া নির্বাচিতদের ত্বক যেন আরো ফর্সা দেখায় সে জন্য বিশেষ পরিচর্চাও করা হয়েছে। ‘আলাদিন’র ভূমিকার নেপথ্যে থাকছেন কৃষ্ণাঙ্গ হলিউড অভিনেতা উইল স্মিথ। ছবিটি পরিচালনা করছেন গাই রিচি। এশীয় দেশগুলো থেকে প্রায় ৫০০ শিল্পী নানাভাবে যুক্ত হচ্ছেন ছবিটিতে। তাদের নির্বাচনের ক্ষেত্রে বেশির ভাগই সাদা রঙের বলে অভিযোগ উঠেছে। শুধু কালো হওয়ার কারণে অনেকেই বাদ পড়েছেন। ছবিটির ইউনিটে থাকা একজন অভিযোগ করে বলেন, অন্তত ৫০ জনকে দেখানো যাবে যারা যোগ্যতা থাকার পরও কেবল কালো রঙের হওয়াতে বাদ পড়েছেন। তারা অবশ্যই বর্ণবাদের শিকার। এই বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে তেমন কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist