নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর, ২০১৮

আ.লীগের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে বিএনপির মনোনিত প্রার্থী কাজী নাজমূল হোসেন তাপস নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। গতকাল রোববার দুপুর ১ টার সময় সমবায় সুপার মার্কেট দ্বিতীয় তলায় তাঁর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে পূর্ননির্বাচনে দাবী জানান। সংবাদ সম্মেলনে তিনি রিটানিং কর্মকর্তার বরাবর দরখাস্ত দিয়ে বলেন, আ.লীগ প্রার্থীর সমর্থিত নেতা-কর্মীরা প্রশাসনের সহায়তায় উপজেলার সলিমগঞ্জ, বড়িকান্দি, বীরগাঁও, নাটঘর, বিদ্যাকুট, নবীনগর পূর্ব ইউনিয়ন ও পৌরসভাসহ ২১ ইউনিয়নে গত রাতেই ব্যালট পেপারে সিল মারে। গতকাল সকালে লোক দেখানোর নাম করে তাদেরই লোকজন লাইনে দাঁড় করিয়ে বাকি ভোট কেটে ফেলেছে। স্বাধীনতার ৪৭ বছরেও নবীনগরে এই রমক ভোট ডাকাতি হয়নি। আমাদের সকল পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির মনোনয়ন প্রত্যার্শী রাজিব এহসান চৌধুরী পাপ্পু, উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারী আনিছুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close