প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩১ ডিসেম্বর, ২০১৮

‘ভুয়া ভোট’ পড়ার অভিযোগ সেলিমের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে বামপন্থি দল ও জোট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। নির্বাচনে ভুয়া ভোট পড়ার অভিযোগ তুলেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং বাম ঐক্যফ্রন্টের সমন্বয়কারী এবং গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসিরুদ্দীন নাসু।

গতকাল এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ভুয়া বিজয়’ বলে অভিহিত করেন। সেলিম বলেন, নির্বাচনের নামে যা হচ্ছে তা সম্পূর্ণভাবে একটি ভুয়া নির্বাচন। যাদের এভাবে নির্বাচিত বলে ঘোষণা করার আয়োজন করা হয়েছে, তারা নিজেদের কোনো মতেই জনগণের নির্বাচিত প্রতিনিধি বলে দাবি করতে পারবে না। জনগণ তাদের ‘ভুয়া প্রতিনিধি’ বলেই বিবেচনা করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close