রংপুর ব্যুরো

  ১৯ ডিসেম্বর, ২০১৮

রংপুর-৩ আসনের লড়াই লাঙ্গল আর ধানের শীষে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি মহাজোটেরও প্রার্থী। মনোনয়নপত্র সংগ্রহ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি রংপুরে তাঁর নির্বাচনী এলাকায় না এলেও প্রচারনা চলছে সমানতালে। বর্তমানে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে জেলা ও মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে জাপা প্রার্থীর প্রচারনা চালানো হচ্ছে। লাঙ্গল মার্কা নিয়ে বিভিন্ন স্থানে সভা ও গণসংযোগ করছেন স্থানীয় নেতাকর্মিরা। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল পিপলস পার্টি অব বাংলাদেশ (এনপিপিবি) এর চেয়ারম্যান ঐক্যফ্রন্টের রিটা রহমান। এদিকে, এরশাদের প্রতিদ্বন্দ্বী রয়েছেন এনপিপিবি এর চেয়ারম্যান ঐক্যফ্রন্টের রিটা রহমান । এখানে বিএনপি ও জামায়াতের অবস্থান তত সুদৃঢ় নয়। তবে রিটা রহমানের তেমন পরিচিতি নেই, ভিত্তিও নেই। এজন্য বিএনপি ও জামায়াতের কর্মীরা অনেকটা হতাশ। এ অবস্থায় ভোটারদের অভিমত, ভোটের লড়াইয়ে এগিয়ে আছেন এরশাদ। তবুও দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতারও আভাস পাওয়া গেছে। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ করেছেন তিনি।

এছাড়া রংপুর সদর -৩ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর (আম) প্রতীকের প্রার্থী সামছুল হক রংপুরের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। গতকাল মঙ্গলবার রংপুরের মুলাটোল, পাকপাড়া সহ নগরীরের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সমর্থক শাকিল, রাব্বি, সোহেল, অমিনুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। অপরদিকে, লড়ছেন আমিরুজ্জামান পিয়াল (ইসলামী আন্দোলন-হাতপাখা), সাব্বির আহম্মেদ (পিডিপি-বাঘ), সাখাওয়াত রাঙ্গা (জাসদ-মশাল), আনোয়ার হোসেন বাবলু (বাসদ-কোদাল)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close