বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-৩

মোকতাদিরের আয় ও সম্পদ বেড়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন। এ আসনে বর্তমান সাংসদ

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। একাশদ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবারও আ.লীগের প্রার্থী। তার দাখিলকৃত হলফনামা বিশ্লেষন করে দেখা গেছে, গত আট বছরের ব্যবধানে সাংসদের আয় ও সম্পদ উভয়ই বেড়েছে। সাংসদ মোকতাদির চৌধুরী জেলা আ.লীগের বর্তমান সভাপতি। ২০১১ সালে উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রথমবার সাংসদ হন তিনি। পরে ২০১৪ সালের নির্বাচনে পুনরায় সাংসদ হন মোকাতাদির।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বর্তমান সাংসদ জেলা আ.লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এবারের হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ৯৯ লাখ ২৯ হাজার ৪৪৪টাকা। তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ৯২ লাখ ৬৭ হাজার ৯৫ টাকার, স্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের নামে ১ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। আর স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৭ লাখ ১৪ হাজার ৫৭৯ টাকার, স্ত্রী ফাহিমা খাতুনের নামে ৬৬ লাখ ১৬ হাজার ৪৮৯ টাকা। দশম সাংসদ নির্বাচনে দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ৪৪ লাখ ৪২ হাজার ২৪৪ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদ ছিল ৭৩ লাখ ৮৯ হাজার ৫২৬ টাকার, স্ত্রীর নামে ৬৫ লাখ ৬৭ হাজার ৩৬০ টাকার। আর স্থাবর সম্পত্তি ছিল ২৯ লাখ ৯৫ হাজার টাকার, স্ত্রীর নামে ২৪ লাখ ৮১ হাজার ৪৯০ টাকার। দুই হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, গত পাঁচ বছরের ব্যবধানে মোকতাদিরের আয় দ্বিগুন বেড়ে হয়েছে ৫৪ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। অস্থাবর সম্পত্তি বেড়েছে ১৮লাখ ৭৭ হাজার ৫৬৯ টাকার এবং স্ত্রীর দ্বিগুন বেড়ে হয়েছে ৭৫ লাখ ৮২ হাজার ৬৪০ টাকার, সাংসদের স্থাবর সম্পদ তিনগুন বেড়ে হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ৫৭৯ টাকার এবং স্ত্রীর দ্বিগুনের বেশি বেড়ে হয়েছে ৪১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close