সাতক্ষীরা প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০১৮

সাতক্ষীরা-১

উন্মুক্ত রেখে মহাজোটের দুই প্রার্থী মুখোমুখি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন মহাজোটের দুই দলের দুই প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে রয়েছেন সৈয়দ দিদার বখত ও মুস্তফালুৎফুল্লাহ্। মহাজোটের শরীক জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করবেন সৈয়দ দিদার বখত। অন্যদিকে মহাজোটের আরেক শরীক ১৪ দলের ওয়ার্কাস পার্টির মুস্তফালুৎফুল্লাহ্ নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন।

গত শুক্রবার দুপুরে আ.লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা ওয়ার্কাস পার্টির প্রার্থীকে নৌকা প্রতিক বরাদ্ধের চিঠি দিয়েছেন। অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থীকে সৈয়দ দিদার বখতকে লাঙ্গল প্রতিক বরাদ্ধের চিঠি দিয়েছেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এদিকে, মহাজোটের দুই দলের দুই প্রার্থী নির্বাচনী মাঠে থাকায় জাতীয় পার্টির কর্মী সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা থাকলেও ওয়ার্কাস পার্টির সমর্থকদের মধ্যে উৎসাহ হারিয়েছে। গতকাল শনিবার নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ১২টি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতাকর্মীদের নিয়ে দিক নির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জাপা তালা সদর ইউনিয়ন সভাপতি গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সভাপতি এস.এম নজরুল ইসলাম। এদিকে, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন হাবিবুল ইসলাম হাবিব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close