গোপালগঞ্জ প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০১৮

গোপালগঞ্জে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের বিক্ষোভ

গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবরকে বিএনপি থেকে মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্মি-সমর্থকরা। এ সময় তারা বিএনপির অপর দুই প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেন।

গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ-১ ও ২ আসনে সেলিমুজ্জামান সেলিম ও ডা. কে এম বাবরকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরের চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মনসুর আলী বক্তব্য রাখেন। এ সময় সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম, বর্তমান সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলুল কবীর দারা, সম্পাদক সাজ্জাদ হোসেন হীরা, জেলা শ্রমিক দলের সভাপতি আজিজুর রহমান আজিজ উপস্থিত ছিলেন। পরে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী এফই শরফুজ্জামান জাহাঙ্গীর ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের কুশপুত্তলিকা দাহ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close