নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০১৮

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)

আ.লীগের কর্মিসভা বসে নেই বিএনপি

জাতীয় নির্বাচনের বেশ কয়েকদিন বাকী থাকলেও প্রার্থীদের ‘বিশেষ’ ও ‘বর্ধিত’ কর্মী সভার মাধ্যমে জমে উঠেছে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নির্বাচন কার্যক্রম। এক্ষেত্রে ধারাবাহিক কর্মী সমাবেশের মাধ্যমে প্রচার প্রচারণায় আওয়ামী লীগ এগিয়ে থাকলেও বসে নেই বিএনপি। আগামী নির্বাচনে অংশগ্রহন করতে এ আসন থেকে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনী মাঠে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু এবং বিএনপির এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। এরা বিভিন্ন ইউনিয়ন কমিটির কর্মী সভায় অংশ নিয়ে আসন্ন নির্বাচনকে জমিয়ে তুলেছেন। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। দলের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা রাখতে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বিশেষ বর্ধিত কর্মী সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে যে দল আজ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কতটা ঐক্যবদ্ধ। তারা বলেন, আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোন অপশক্তিই হারাতে পারবে না। অপরদিকে বিএনপি থেকে এ আসনে দুইজন প্রার্থী দেওয়ায় দ্বিধা-দ্বন্দ্বে পড়েছিল তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। কিন্তু দলীয় একাধিক সূত্র থেকে জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীই পাচ্ছেন বিএনপির মনোনয়ন। আর এ জন্যই কর্মীদের চাঙ্গা রাখতে তিনি তৃনমূল নেতাকর্মীদের নিয়ে সভা করছেন। সর্বশেষ ঘোষিত বিএনপির চূড়ান্ত মনোনয়নে এ্যাড. গৌতমের নাম থাকায় তারা আরও বেশি উজ্জীবিত বলে জানান একাধিক নেতাকর্মী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close