মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০১৮

জামালপুর-৩

নৌকার মাঝি মির্জা আজম ধানের শীষে লড়বেন বাবুল

নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি। ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে সর্বত্রই চলছে নির্বাচনি আমেজ। জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। অন্যদিকে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ আসনে ধানের শীষের চুড়ান্ত প্রার্থী হলেন কেন্দ্রীয় বিএনপি জলবায়ূ বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এর আগে আসনটিতে বিএনপির কেন্দ্রীয় ২ নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া হয় এবং তাদের ২জনেরই মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিভিন্ন দিক বিচার বিশ্লেষন করে মোস্তাফিজুর রহমান বাবুলের হাতে ধানের শীষ প্রতিক তুলে দেওয়া হয়।

আসনটি আ.লীগের দূর্গ হিসেবে পরিচিত। আর আসনটি ১৯৯১ সাল থেকে নিজের কবজায় রেখেছেন মির্জা আজম। আ.লীগের এই হেভিওয়েট প্রার্থী মির্জা আজমের বিরুদ্ধে ধানের শীষ প্রতিক নিয়ে মোস্তাফির রহমান বাবুল কি পাবে বিজয়ী হতে? এ নিয়ে ভোটারদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা। দুই দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে এ নিয়ে করছেন নানান হিসাব নিকাশ করছেন। এ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৩জন। তারা হলেন- আ.লীগের প্রার্থী মির্জা আজম, বিএনপির মোস্তাফির রহমান বাবুল, ব্যারিষ্টার এম বদরুদ্দোজা বাবল, গণ ফোরামের নঈম জাহাঙ্গীর, জাপা এরশাদের লে: কর্নেল (অব) মো. মঞ্জুর আহাম্মদ হেলাল, সিপিবির শিবলুল বারি রাজু, বাসদের শফিকুল ইসলাম, জাকের পার্টির আব্দুল হাকিম শান্তি, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা বোরহান উদ্দিন, বিকল্প ধারা বাংলাদেশের মাসুম বিল্লাহ, পিপুলস পার্টির আব্দুর রউফ হিরা, সতন্ত্র প্রার্থী শফিকুর রহমান।

এর মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাচাই শেষে তিনজনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close