কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০১৮

আ.লীগ প্রার্থী মুহিব

‘কলাপাড়া থেকে কিছু নিতে আসিনি, দিতে এসেছি’

পটুয়াখালী-৪ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব বলেছেন, কলাপাড়া থেকে কিছু নিতে নির্বাচনে আসিনি, এ অঞ্চলকে দিতে এসেছি। মানুষ ক্ষমতায় গেলে কি প্রয়োজন হয়? গাড়ি, বাড়ি আর টাকা। আল্লাহর রহমতে আমার সব আছে। আমার দুই সন্তান, তারা বিদেশে লেখাপড়া করছে। আপনারা জানেন আমার ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানসহ আমরা এ এলাকার মানুষের অনেক উপকার করেছি। বেকারদের চাকুরি দিয়েছি, হতদরিদ্রদের সহযোগিতা করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে আরও সহযোগিতা করব। গতকাল শুক্রবার বেলা সাড়ে চারটায় কলাপাড়া উপজেলা আ.লীগ কার্যালয়ে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য গনমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন ও কাজের গতিশীলতা বাড়ানোর জন্য শাহজালাল ইসলামী ইসলামী বাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্পিউটার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মুহিব আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আজ থেকে আট মাস পূর্বে শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করার কথা বলেছিল আজ তা পূর্ন হল। গনমাধ্যমকর্মীরা সমাজের দর্পন। উন্নয়নের ধারক ও বাহক। দেশের উন্নয় এবং এলাকার উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন বলে আশা করি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close