আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০১৮

আ.লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব গাজী শামসুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্য মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব গাজী শামসুল হকের মেয়ে জেসিকা গাজী।

সংবাদ সম্মেলনে জেসিকা গাজী লিখিত বক্তব্যে বলেন, গাজী শামসুল হক গত ২ডিসেম্বর সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত একটি সালিশ শেষে কুয়াকাটা থেকে আমতলীতে ফিরছিলেন। এ সময় মহিপুর বাজারের কাছে আসলে পুলিশ তাকে বহনকারী মটর সাইকেল থামিয়ে তল্লাশী করেন। সেখান থেকে মহিপুর থানা পুলিশ গাজী শামসুল হককে থানায় নিয়ে যায়। পরে তাকে মাদক মালায় জড়িয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। লিখিত বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন, বরগুনা-১ আসন থেকে আ.লীগের দুই প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর কবিরের পক্ষাবলম্বন করেন গাজী শামসুল হক। এতে ক্ষিপ্ত হয়ে বিরোধী পক্ষ তার সুনাম ও সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেনে জেসিকা গাজী। জেসিকা গাজী তার লিখিত বক্তব্যে তার বাবা বর্তমানে ৬৫ বছর বয়স্ক ও অসুস্থ্য বলে জানান। তিনি তার বাবার আশু মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close