বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০১৮

নৌকার মাঝি ডিউক চৌধুরী; লাঙ্গল ও ধানের শীষে ধোঁয়াশা

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুর কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এর প্রার্থীতা চুড়ান্ত হয়েছে। তবে এখনো প্রার্থীতা ঠিক করতে পারেনি জাপা ও বিএনপি। ফলে নৌকার মাঝি ডিউক চৌধুরী হলেও লাঙ্গলের ও ধানের শীষের প্রার্থী কারা হচ্ছেন এ নিযে চলছে নানা জল্পনা কল্পনা। জাপা থেকে এ আসনে অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু ও জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে মনোনয়ন দিয়েছে। এর পাশাপাশি বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার ও রংপুর মহানগর যুবদলের সভাপতি মাহাফুজ উন নবী ডনকে মনোনয়ন দেয়। এ দুই দলের চার প্রার্থীই যাচাই বাচাই শেষে যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এদিকে দলীয় মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে জাপায় এখনো ক্ষোভ রয়েছে। স্থানীয় জাপা নেতাকর্মীরা জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে কোনভাবেই মেনে নিতে পারছে না। জাপা নেতাকর্মীদের দাবি কেউ উড়ে এসে জুড়ে বসল আর তাকে মেনে নিতে হবে এটা হতে পারে না। তারা অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু ছাড়া আর কাউকেই মেনে নিতে পারছেন না। অন্যদিকে বিএনপিতে প্রার্থী নিয়ে কোন্দল নেই। দুই প্রার্থীই বলছেন কেন্দ্রীয়ভাবে যাকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাজ করবেন। তারপরেও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার দাবি দলের চুড়ান্ত মনোনয়ন তিনিই পাবেন। একই দাবি করেছেন আরেক প্রার্থী মাহফুজ উন নবী ডন। ফলে ধানের শীষ প্রতীক কে পাচ্ছেন এ নিয়ে ধোঁয়াশা থাকলেও নিজ প্রতীকে ভোট দিতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোন বিবাদ নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close