পঞ্চগড় প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০১৮

পঞ্চগড়-১

জাপা প্রার্থীকে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবি

পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু সালেককে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা জাপা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী আবু সালেক বলেন, ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে তাকে মনোনয়ন দেয়া হলেও স্থানীয় আ.লীগ অসহযোগিতা করার কারণে জাসদ প্রার্থী নাজমুল হক প্রধানের কাছে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। তিনি আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির পূর্ণ সমর্থনে আওয়ামী লীগের প্রার্থী মজাহারুল হক প্রধান বিপুল ভোটের ব্যবধানে বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে পরাজিত করেন। তিনি দাবি করে বলেন, আমাকে মহাজোটের প্রার্থী ঘোষণা করা হলে সকল গ্রুপকে ম্যানেজ করে এই আসনটি মহাজোট নেত্রীকে উপহার দেয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা জাপা’র সভাপতি রেজাউল করিম, সহসভাপতি ও তেঁতুলিয়া উপজেলা সভাপতি মোখলেছার রহমান, জেলা দপ্তর সম্পাদক মতিয়ার রহমান, তেঁতুলিয়া উপজেলা সম্পাদক এ্যাড. হায়দার আলী, পঞ্চগড়-২ আসনের জাপা প্রার্থী লুৎফর রহমান রিপন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close