ফরিদপুর প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০১৮

ফরিদপুর-১

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছে সাবেক সিনিয়র সচিব ও রুপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বুলবুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনজুর হোসেনর পক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

গতকাল সোমবার বিজয় দিবস উপলক্ষে বোয়ালমারী উপজেলায় এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা। এতে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এখন থেকে সকলকে কাধে কাধ মিলিয়ে ঐক্যবন্ধ হয়ে নির্বাচন কাজে ঝাপিয়ে পড়তে হবে। নিজেদের মধ্যে এখন আর ভূল বোঝা বুঝির কোনো সুযোগ নেই, সকলেই মিলে বন্ধবন্ধুর নৌকার পক্ষে সামিল হয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আমি নিজেও এই আসনের মনোনয়প্রত্যাশী ছিলাম, দল আমাকে মনোনয়ন দেয়নি, দলীয় সভানেত্রীর মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাদের ঐক্যের বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মনজুর হোসেন বুলবুল, ঢাকা মহানগর আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা. দিলীপ রায়, মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জালালউদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা আ.লীগ সভাপতি শেখ আকরাম হোসেন, সম্পাদক নুরুল বাশার, মোহাম্মদ আলী, শাহজাহান মৃধা পিকুল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close