দিলীপ কির্ত্তুনিয়া

  ০৪ জুন, ২০১৯

পাখির পালক ছুঁয়ে

যখন পাখিদের পালকে হাত রাখি

এক ধরনের কোমলতা জাগে।

পাখির পালক ছুঁয়ে ঘরে

ফিরে এসে

এই হাত আর হিংসায়

উদ্যত হয় না।

কোনো ভাঙনে হাত রাখে না।

পাখির পালক থেকে

ভালোবাসা তুলে আনে হাত

তাই যেন অহর্নিশ জাগে।

বেমালুম বদলে যায় হাতÑ হাতের কাজÑ

পাখির সুকোমল পালক ছুঁয়ে এসে।

সেই কবে একদিনÑ

পাখির পালক ছুঁয়ে এসে

সবসময় মনে হয়

কী যেন হাতের আঙুলের ডগায়

অতি এক পরম সম্পদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close