সোহরাব পাশা

  ০৪ জুন, ২০১৯

ভালোবাসার রৌদ্র ও জ্যোৎস্নায়

আমি তো মৃত্যুর জন্যে বেঁচে আছি সুতীব্র শুশ্রƒষার ভেতর

সকাল সন্ধ্যায় গূঢ় অলীক ঠাট্টায় প্রিয়জন বিলি করে

বেদনার সুদৃশ্য মোড়ক, স্বপ্নেœর সৌন্দর্য উড়ে যায় ক্ষিপ্র

হাওয়ার কার্নিশে অন্ধকারে,

যিশুর মতো ক্রুশকাঠ কাঁধে অর্ধদগ্ধ ক্লান্ত এ জীবন

সার্কাস সংসারে সারাক্ষণ সঙ্গীহীন একা হেঁটে যাই ধূধূ

দীর্ঘপথে। আমি ছাড়া আমাকে ডাকে না কেউ বিনয়ের স্বরে

ভালোবাসার রৌদ্র ও জ্যোৎ¯œার মায়াময় ছায়ায়,

দুঃস্বপ্নপীড়িত বিজ্ঞাপনে ঢেকে যায় গন্তব্যের সব বাড়ি

ফুরোয় না ভ্রমণ বৃত্তান্ত

না বলা গল্পের ভিড়ে রাত্রি ঢুকে পড়ে

সকরুণ পথের ভূমিকায় বিব্রতবোধ করি

অবুঝের মতো ভুল করি প্রতিবার

উড়তে পারিনে প্রিয়জনের চোখের মৌনী ভাষা

কখনো মনে হয় অদ্ভুত অন্ধকারে নির্বাসিত

ব্যাকুল বাসনার রঙিন প্রজাপতি

খুব ভয়ে ভয়ে নিজেকে লুকিয়ে রাখি

আমাকে ভুল আবৃত্তি করে

সুপ্রিয় স্বজন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close