পুষ্পিতা তাবাসসুম

  ০৪ জুন, ২০১৯

ঈদে মেহেদি সাজ

ঈদ প্রস্তুতির শেষ সময়ে এসে মেহেদি পরার ধুম লেগে যায়। আগের দিন মেহেদি পরলে ঈদের দিন সকালে আর বাড়তি ঝামেলা থাকে না। যদিও আগের দিনে মেহেদি পাতা বেটে হাতে দেওয়ার একটা রেওয়াজ ছিল। তবে এখন টিউব মেহেদির কল্যাণে তা অনেক সহজ হয়ে গেছে। টিউব মেহেদি দিয়ে আপনি খুব সহজেই মনের মতো করে ডিজাইন করতে পারেন। টিউবজাত মেহেদি সাধারণত তৈরি হয় কাঁচা মেহেদি পাতা ও বিভিন্ন হারবাল উপাদানের সংমিশ্রণে। তাই খুব সহজেই এ মেহেদিতে হাত রঙিন করা যায়। আজকাল মেহেদি দিয়ে পাও সাজিয়ে থাকেন নারীরা। তবে এই ঈদে আপনিও আপনার হাত সাজাতে পারেন নানা রকম ডিজাইনে। ঈদের এক দিন আগে মেহেদিতে হাত রাঙিয়ে নিতে পারেন। তবে ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে মেহেদি পরতে পারেন। মেহেদির ডিজাইন আরো সুন্দর করার জন্য গ্লিটার ও নখের জন্য নেইলপলিস পরতে পারেন। এতে আরো আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ঈদের সাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close