মাহফুজ আল মাদানী

  ২১ জুলাই, ২০১৭

ব্যাধি

সামাজিক ক্যানসার

দুর্নীতি অর্থাৎ নীতি বিরুদ্ধ, কুনীতি, অসদাচরণ। ইংরেজিতে Corruption বলে। ‘নীতি বিরুদ্ধ বা অন্যায়ভাবে কোনো সম্পদ আত্মসাৎ করা বা কোনো কাজ করাকে দুর্নীতি বলে’। Oxford Dictionary-তে বলা হয়েছে, ‘The act or effect of making a change from moral to immoral standards of behavior’-‘মানবীয় আচরণের বিপরীত অনৈতিক কোনো কাজ করাকে দুর্নীতি বলা হয়।’ ‘বায়তুল মাল, জাকাত বা গণিমতের মাল হতে কোনো কিছু খেয়ানত করাকেও দুর্নীতি বলে।’

আমাদের সমাজ দুর্নীতির কবলে পড়ে তলিয়ে যাচ্ছে ধ্বংসের অতল গহ্বরে। দেশের এমন কোনো সেক্টর বা বিভাগ নেই যে, যা দুর্নীতিগ্রস্ত নয়। প্রশাসনিক বিভাগসহ প্রতিটি সেক্টরে কোনো না কোনোভাবে দুর্নীতির অপরাধে জড়িত হচ্ছেন নেতা-নেত্রী, শাসক-শাসিত, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ লোকেরা। জনগণের ভোটে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধিরাও বাদ নেই দুর্নীতির হাত থেকে। প্রশাসনিক বিভিন্ন কাজে হয়রানির শিকার সাধারণ মানুষ। অধিকার বঞ্চিত হচ্ছেন গরিব, নিঃস্ব, আমজনতা; যা থেকে উত্তরণ হওয়া অতীব জরুরি। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সদা সর্বদা নীতি-নৈতিকতা ও স্বচ্ছতায় বিশ্বাসী। আদর্শগত কারণে ইসলাম দুর্নীতিকে প্রত্যাখ্যান করেছে সর্বাগ্রে। তাই দুর্নীতি হারাম। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা নিজেদের মধ্যে একজন অপরজনের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মানুষের ধন-সম্পদের কিছু অংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের নিকট পেশ করো না।’-(সুরা আল বাকারা : ১৮৮)। আমাদের সমাজে অন্যের জমিজমা, সহায়-সম্পত্তি গ্রাস করার জন্য বিত্তবানরা মামলা-মোকদ্দমা করেন না-এমন লোকের সংখ্যা খুবই কম। ইসলাম ধর্ম এহেন কার্যাবলিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে; যা উপরোক্ত আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে আলোচিত হয়েছে। অন্যত্র দুর্নীতি সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করে আল্লাহতায়ালা বলেন, ‘আর যে ব্যক্তি কোনো বস্তু আত্মসাৎ করবে, কিয়ামত দিবসে সে তা নিয়ে উপস্থিত হবে। অতঃপর প্রত্যেককে সে যা অর্জন করেছে তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে। আর তাদের প্রতি কোনোরূপ অত্যাচার করা হবে না।’-(সুরা আল ইমরান : ১৬১)।

দুর্নীতি আমাদের সমাজের অন্যতম একটি সামাজিক ব্যাধি। যে ব্যাধিতে আক্রান্ত আমাদের সমাজের জ্ঞানী-গুণী, শিক্ষিতরাসহ অনেকেই। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি, চাকরি পেতে, চাকরি দিতে ক্ষমতার অপব্যবহার, কোনো ফাইল সই করাতে, পাসপোর্ট করাতে, ঘুষের আদান-প্রদান, প্রতিষ্ঠান জাতীয়করণ করাতে, সরকারি সম্পদ দখলসহ সর্বক্ষেত্রে দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত আমাদের এ সমাজ। দেখার যেন কেউ নেই। কে দেখে কার দুঃখ? দুর্নীতির ক্ষতিকর দিক তুলে ধরে হাদিসের বাণী, ‘হজরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, উপযুক্ত ব্যক্তি রেখে যদি কেউ তার আত্মীয়স্বজন থেকে অনুপযুক্ত ব্যক্তিকে কোনো কাজে নিয়োগ দেয়, তাহলে সে যেন আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুমিনদের সঙ্গে ধোঁকাবজি করল।’-(মুসতাদ্রাকে হাকিম)। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুর্নীতির বিরুদ্ধে সদা তৎপর ছিলেন জীবনভর। তাইতো ইমাম ইবনে হাজার আসকালানী (রহ.) ইমাম নববী (রহ.) হতে বর্ণনা করেন যে, ওলামায়ে কেরামগণের ঐকমত্যে দুর্নীতি করা হারাম। আর ইমাম যাহাবি (রহ.) বলেন, বায়তুল মাল বা জাকাত এর মধ্যে দুর্নীতি করা কবিরা গুনাহ।

আমরা কি পারি না আমাদের সমাজকে দুর্নীতির কবল থেকে মুক্তি দিয়ে প্রিয় নবীর আদর্শকে বাস্তবায়ন করে সুখী-সুন্দর সমাজ গড়ে তুলতে? পারি তবে সর্বাগ্রে দুর্নীতির

সংক্রমণ থেকে মুক্ত থাকতে হবে আমাদের আইন প্রণয়নকারীদের, যারা সংসদে বসে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন প্রণয়ন করেন। একই সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত সব দলের শীর্ষস্থানীয় রাজনীতিকদেরও দুর্নীতির সংক্রমণ থেকে মুক্ত থাকতে হবে। তাহলেই আমরা আমাদের কাক্সিক্ষত স্বপ্নের চিলেকোঠায় পৌঁছাতে সক্ষম হব বলেই আমাদের বিশ্বাস।

লেখক : গবেষক ও কলামিস্ট

[email protected]

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist