reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৮

রাজনীতির মোড়কে জমজমাট ঈদ

সামনে জাতীয় নির্বাচন। প্রায় চার মাস বাকি। বাতাসে ভাদ্রের উত্তাপ। তবু কেন জানি চারপাশে অম্ল-মধুর গান। বিশেষ করে নির্বাচনী এলাকায়। সম্ভাব্য প্রার্থীদের নানামুখী তৎপরতায় এ গন্ধ যেন ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামান্তরে। জমজমাট হচ্ছে নির্বাচনী আমেজ। এত দিন যারা এলাকার কথা মনে করতে সময় পাননি, তাদেরও ঘুম ভেঙেছে। চোখ কচলাতে কচলাতে হাজির হয়েছেন এলাকায়। তবে সবার ক্ষেত্রে সমভাবে বাক্যটি প্রযোজ্য নয়। ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম কখনোই উপমা হয় না। এ ক্ষেত্রে বসন্তের কোকিলরাই উপমা।

আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা। ঈদের আমেজ নির্বাচনী আবহাওয়াকে দিয়েছে ভিন্নমাত্রা। উপলক্ষ ঈদ। নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। কোনো বিশেষ উপলক্ষ ছাড়া একসঙ্গে এলাকার এত মানুষের একত্রে দেখা পাওয়াটা প্রকৃত অর্থেই বিরল ঘটনা। আবার এদের অধিকাংশই এক-একজন ভোটার। যারা আগামী নির্বাচনে ভোট দেবেন। এই ভোটের কারণেই এলাকার সাধারণ মানুষ এবারের ঈদে কিছুটা হলেও বেশি মর্যাদা পাবে বলে সবার ধারণা। এলাকার কর্ণধাররা ভোটের স্বার্থে এ মর্যাদা দিতে কার্পণ্য করছেন না। নিজ নিজ এলাকার বাসিন্দাদের নিয়ে আনন্দঘন ঈদ উদযাপনের মাধ্যমে তাদের সমর্থন পাওয়ার প্রত্যাশায় নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন মনোনয়নপ্রত্যাশীরা। গত যেকোনো সময়ের তুলনায় এবারের ঈদ অনেক বেশি উৎসবমুখর। বিশালাকৃতির পশু কোরবানির মধ্য দিয়েও নজর কাড়তে চাইছেন অনেকে। বেশির ভাগ প্রার্থী ঈদকে সামনে রেখে নেতাকর্মী ও ভোটারদের ভূরিভোজ করানোর প্রস্তুতিও নিয়ে রেখেছেন। আর সে কারণেই এবারের ঈদে রাজধানীর চেয়ে গ্রামীণ জীবনে গরুর কদর বেড়েছে। অনেকের মতে, গ্রামের পশুরা এবার জাতে উঠতে পেরেছে।

এবারের ঈদকে অনেকেই দেখছে একটু অন্যভাবে। তারা বলছে, রথ দেখা ও কলা বেচার মতো মনোনয়নপ্রত্যাশীরা এবারের ঈদে রথও দেখবেন, কলাও বেচবেন। মেলায় এলে কিছু খরচ তো আছেই। আর সে খরচে মনোনয়নপ্রত্যাশীদেরও কোনো অনীহা নেই। তারাও তৈরি। অন্যবারের চেয়ে প্রার্থীরা এবার আর্থিক অনুদান এবং উপহার হাতে চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকা। যদিও নির্বাচনী আইনে এভাবে অনুদান বা উপঢৌকন দেওয়া দ-নীয় অপরাধ। তবে সামনে নির্বাচন হলেও ঈদকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ডে কোনো বাধা নেই। আর সে সুযোগটাকে কেউই হাতছাড়া করতে রাজি নন। তাই ঈদকে সামনে রেখে এবারের উৎসব গ্রামীণ জীবনে যে একটু বেশি করে ঢেউ তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। ইতোমধ্যেই এলাকায় পৌঁছেছেন মনোনয়নপ্রত্যাশীরা। শুরু হয়েছে মেজবান ও উঠান বৈঠকের ধুম। ধুম লেগেছে পাড়ায় পাড়ায়। এ আনন্দ দীর্ঘায়িত হোক- এটুকুই প্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close