মো. মাঈনউদ্দিন

  ০৩ আগস্ট, ২০১৮

বিশ্লেষণ

পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী

১৯৫২ সালের ২৫ নভেম্বর পাঞ্জাবের শাহীওয়ালে যে শান্ত-শিষ্ট বালকটি জন্ম নিয়েছিল, তার নাম ইমরান খান। আর কদিন পরেই যিনি পাকিস্তানের সর্বোচ্চ রাজনৈতিক মঞ্চে আরোহণ করতে যাচ্ছেন। শুধু একজন সফল রাজনীতিক নন, তিনি একজন সফল ক্রিকেটারও বটে। ইমরান খান (৬৫) পাকিস্তানিদের কাছে মহাতারকা হয়েছেন খেলার কারণে। ১৯৯২ সালে তার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছিল পাকিস্তান। এই ইমরান খানের জীবন অনেকটা নাটকীয়তায় ভরপুর। একজন সফল ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ছিলেন প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। যিনি অতি শিগগিরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অপেক্ষায় রয়েছেন। জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর শনিবার দিনের শুরুতে ইমরান খান বলেছেন, ‘আমরা এমনভাবে দেশ চালাব, যার অভিজ্ঞতা দেশের মানুষের আগে ছিল না।’

দেশে তারকাবনে যাওয়ার আগে লন্ডনে তার প্লেবয় ইমেজ ছড়িয়ে পড়েছিল। লন্ডনে নাইট ক্লাবগুলোয় তার উপস্থিতি এবং হোটেল কক্ষে হাফপ্যান্ড পরা ছবিগুলোই ছিল ওই ইমেজ ছড়িয়ে পড়ার প্রধানতম কারণ। বিখ্যাত তারকা স্ট্রিং, মিক জগর, গোল্ডি হাভ পাকিস্তান সফরে এসে তার সঙ্গে দেখা করেছিলেন। এ ছাড়া ১৯৯৭ সালে প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার আগে ডায়ানা যখন বয়ফ্রেন্ড হাসনাত আহমেদ খানের সঙ্গে পাকিস্তানে এসেছিলেন, তখনো ইমরানের সঙ্গে দেখা করেছিলেন তারা। প্রথম বিয়ে করেছিলেন লন্ডনভিত্তিক চিত্রপরিচালক জেমিমা গোল্ডস্মিথকে। তাদের সংসারে দুই ছেলে রয়েছে, তবে ২০০৪ সালে তাদের নয় বছরের সংসার জীবনের ইতি ঘটে। এরপর লম্বা বিরতি দিয়ে ২০১৫ সালে তিনি বিয়ে করেন ব্রিটিশ পাকিস্তান বংশোদ্ভূত লাস্যময়ী সাংবাদিক রেহাম নায়ারকে। এ বিয়ে খুব দীর্ঘ হয়নি। ২০১৮ সালে তিনি আবার বিয়ে-সংক্রান্ত খবরের জন্য সংবাদের শিরোনামে আসেন। চলতি বছরের শুরুতে বিয়ে করেছেন তার আধ্যাত্মিক গুরু বুশরা ওয়াত্তুকে।

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে গত দুই দশকে ইমরানের জীবনে পরিবর্তন আসে তার রোমান্টিক জীবনাচরণের কারণেই। ১৯৯৬ সালে রাজনৈতিক দল গঠন করার পর জাতীয় পরিষদের নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় লাভ করেন। কিছু রাজনীতিবিদ তাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছিলেন। তবে সমালোচকদের তিরস্কারও কম পাননি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করলে ইমরান তার বিরোধিতা করে আটক হয়েছিলেন। আমেরিকাবিরোধী মনোভাব স্থাপনে কাজ করায় পশ্চিমাদের কাছে তিনি জঙ্গি ও সন্ত্রাসবাদ সমর্থনকারী হিসেবে বিবেচিত হয়েছিলেন। ইমরান খান তালেবানের বিচারব্যবস্থাকে সমর্থন করেছিলেন এবং নিজেকে সাচ্চা মুসলিম হিসেবে দাবি করেছিলেন। তিনি পাকিস্তানের কুখ্যাত ব্লাসফেমি আইনকে সমর্থন করেছেন, যা সংখ্যালঘু ধর্মের সদস্যদের আটক করতে সাহায্য করেছে। এ ছাড়া তার দল মালালা ইউসুফজাইকে দমনের পক্ষে ছিলেন। তালেবান কর্তৃক গুলি চালানো এই স্কুলছাত্রীকে তিনি সিআইএর এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকা জাতীয় ঋণ, উচ্চ মুদ্রাস্ফীতি, সহিংসতা, হুমকির মধ্যই ‘নতুন পাকিস্তান’ গড়ার অঙ্গীকার করেছেন ইমরান। এ ছাড়া তিনি যে দেশটির শাসনক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন, সেখানে শত মিলিয়ন মার্কিন সাহায্য কর্তন করেছে ট্রাম্প প্রশাসন।

গত ২৮ জুলাই ঘোষিত জাতীয় পরিষদের ফলাফলে দেখা যায়, পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) মোট ২৭০ আসনের মধ্যে ১১৫ আসন পেয়ে এগিয়ে আছেন। তবে সরকার গঠন করতে হলে দলটি আরো ২১টি আসন প্রয়োজন। ইমরান অবশ্য এতেই আশাবাদী। তিনি চাইছেন আঞ্চলিক দলগুলোকে সঙ্গী করে একটি জোট সরকার গঠন করতে।

তিনি কয়েক দশক ধরে চলমান দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কাছ থেকে মুক্ত করার অঙ্গীকার করে বলেছেন, ‘ক্যানসারের মতো তারা এ দেশকে খেয়ে ফেলেছে’। তবে বিরোধী দলগুলো দাবি করেছে, জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি ভ-ামির আশ্রয় গ্রহণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা তার সমালোচনা করতেও পিছপা হননি। অনেকের ধারণা, ইমরান খান একটি মাইন্ড গেইম খেলেছেন। তারা বলেন, ইমরানের জয়ের নেপথ্যে রয়েছে, দেশটির শক্তিশালী সেনাবাহিনী। যদিও ইমরান খান এসব সমালোচনার মধ্যেও তার রাজনৈতিক সংঘটনকে সামনে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এখন দেখার বিষয় পাকিস্তানের এই প্রধানমন্ত্রী ভঙ্গুর পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে কতটা সফল হন।

লেখক : প্রশাসনিক কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

[email protected]

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist