reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুন, ২০১৮

এ লজ্জা রাখিব কোথায়...

উচ্চ আদালতের এমন মন্তব্যের পর দুদকের কর্মকর্তারা এখনো চাকরিতে বহাল থাকেন কীভাবে! এ প্রশ্ন আজ দেশের অলিগলিতে ঘুরপাক খাচ্ছে। এ ধরনের প্রশ্ন বহুবার ঘুরপাক খেয়েছে সমাজের সর্বত্র। কিন্তু সমাধানের ক্ষেত্রে রংতুলির স্পর্শ থেকে বঞ্চিত থেকেছে বরাবর। এবারও তার ব্যত্যয় হবে না বলেই আমাদের বিশ্বাস। বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনা আমাদের সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। ঘটনায় এর হোতাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) যথার্থ ব্যবস্থা নেয়নি। পাশাপাশি এক ধরনের নির্লিপ্ত ও অকার্যকর থেকে আসামিদের জন্য আইনের ফাঁক তৈরি করে সেখান দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এমনটিই হাইকোর্টের ধারণা।

হাইকোর্টের দেওয়া মন্তব্যে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি রাষ্ট্রীয় সংস্থা। এ সংস্থার কাজ নিয়ে আমরা আর কত কথা বলব। এখন মনে হয়, লজ্জায় কালো কাপড় দিয়ে মুখ ঢাকি।’ গত বুধবার বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির দুর্নীতি মামলায় গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। এদিকে বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারি মামলার পর এখন পর্যন্ত অভিযোগপত্র দাখিল করতে পারেনি দুদক। তবে, একজন কৃষকের বিরুদ্ধে পাঁচ হাজার টাকার মামলা হলে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করতে কোনো সংস্থার দেরি হয় না। রাতারাতি অভিযোগপত্রও তৈরি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, হাজার কোটি টাকা আত্মসাতের মামলার অভিযোগপত্র পেতে অপেক্ষা করতে হয় হাজার বছর। সরষের মধ্যে ভূত থাকলে সেই সরষে দিয়ে ভূত তাড়ানো সম্ভব নয়। বিষয়টি দেশের ছোট-বড় সবারই জানা। আর জানা বলেই তারা মনে করেন, এই দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন একটি অসম্ভব ব্যাপার। কেননা পুরো কমিশন আজ অনৈতিকতার চাদরে ঢাকা পড়েছে। এখানে রাঘববোয়ালদের জন্য আমিষ এবং চুনোপুঁটিদের জন্য নিরামিষ ব্যবস্থাপনা। সম্ভবত সে কারণেই মহামান্য আদালতকে বাধ্য হয়ে দুদকের বিরুদ্ধে এমন কঠিন আচরণ করতে হয়েছে। বলতে হয়েছে, ‘আপনাদের কথা শুনে লজ্জায় মুখ ঢেকে ফেলতে ইচ্ছে করছে।’

আমরা মনে করি, এত কিছুর পরও দুদকের বোধোদয় হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে, পরিবেশগত কারণে এ দেশের প্রায় প্রতিটি মানুষের চরিত্র এক অদ্ভুত বৈচিত্র্যের সমারোহে পরিপূর্ণ। আলেকজান্ডার এ দেশের মানুষের দৈহিক গঠন এবং নদীনালার জোয়ারভাটা দেখে মন্তব্য করেছিলেন, ‘কী অদ্ভুত এই দেশ সেলুকাস’। এদের চরিত্রে কোনো ভারসাম্য নেই। যেকোনো অবস্থানে ফিরে যেতে এদের খুব একটা সময়ের অপচয় হয় না। খুব সহজেই জায়গা বদল করতে পারে। আমরাও আশা করব, দুদক তার অনৈতিক অবস্থান থেকে নৈতিকতায় ফিরে এসে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখুক, যা সবার জন্য মঙ্গল বয়ে আনতে পারে এবং প্রকৃত অর্থে এটাই দুদকের কাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist