reporterঅনলাইন ডেস্ক
  ৩০ এপ্রিল, ২০১৮

সাধারণ মৃত্যু নয় হত্যাকান্ড

একে আমরা সাধারণ মৃত্যু বলব, না হত্যাকা-! বিষয়টি নিয়ে সমাজের দুই অংশ দুই মেরুতে। একাংশ বলছে, পরিকল্পিত হত্যাকা-। আর বিপরীত মতাবলম্বীরা বলছেন, কোনোভাবেই হত্যাকা- নয়, সাধারণ ঘটনার মতো এটিও একটি ঘটনা। তবে, অস্বাভাবিক নয়। এ রকম ঘটনা পৃথিবীর সর্বত্রই ঘটে থাকে। সাধারণ মৃত্যুর মতো এটিও স্বাভাবিক। বিষয়টি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক চলতে পারে। তাতে কোনো সমাধান পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু সমাজের সবস্থান থেকে যে আওয়াজ এসেছে, তা মূল্যায়ন করে বলা যায়, আমাদের দেশে এটিকে কখনোই স্বাভাবিক মৃত্যু বলে মেনে নেওয়া যায় না। এটিকে পরিকল্পিত হত্যাকা-ও বলা যেতে পারে।

গত শনিবার বাসের চাকায় পিষ্ট হয়ে দুই পা হারিয়েছেন রাসেল। তিনিও একজন প্রাইভেটকার চালক। কারচালক হয়েও তিনি বাসচালকের কাছে কোনো সহানুভূতি আদায় করতে পারেননি। যাত্রাবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৮৭৮৬) রাসেলের গাড়িকে ধাক্কা দেয়। চালক রাসেল গাড়ি থামিয়ে বাসের সামনে গিয়ে বাসচালককে নামতে বলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে গ্রিনলাইন পরিবহনের চালক রাসেলের ওপর দিয়েই

বাস চালিয়ে দেন।

ঘটনার আকস্মিকতা বুঝে ওঠার আগেই রাসেল সারাজীবনের জন্য পঙ্গুত্ববরণ করেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসা চলছে। তবে মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করে তিনি ফিরে আসতে পারবেন কি-না, তা নিশ্চিত করে বলা যায় না। যেমন আমরা বলতে পারিনি কলেজছাত্র রাজীবের ক্ষেত্রে। বলতে পারিনি রোজিনা আক্তারের ক্ষেত্রে। রোজিনা গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসপাতালে। প্রতিটি মৃত্যু এবং পঙ্গুত্বের নেপথ্যে কাজ করেছে বাসচালকের নীতিবিবর্জিত চিন্তা ও চেতনা। এসব বাসচালকের নীতিবিবর্জিত চিন্তা ও চেতনা এক দিনে তৈরি হয়নি। একটির পর একটি ঘটনার মধ্য দিয়ে তারা আজ এখানে এসে দাঁড়িয়েছে।

অনৈতিক কাজ করার পর তাদের কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। দেশের প্রভাবশালী রাজনীতিকরা তাদের এ অন্যায়কে প্রত্যক্ষ অথবা পরোক্ষে সমর্থন জুগিয়ে সব সময়ই তাদের জবাবদিহির বাইরে রাখার চেষ্টা করেছেন। প্রশ্রয় দিয়ে আজকে এক-একটি ইনডিভিজুয়াল ফ্রঙ্কস্টাইনে পরিণত করেছেন বলেই রাসেলকে এভাবে গাড়িচাপা দিতে গ্রিনলাইনের বাসচালককে সামনে বা পেছনের কোনো কথাই ভাবতে হয়নি। আমরা এ অনাচারের হাত থেকে পরিত্রাণ পেতে চাই। আইন তার নিজস্ব গতিতে চলুক, তার ওপর যেন কোনো অনৈতিক প্রভাব না পড়ে, এ বিষয়টি নিশ্চিত করা গেলে আমরাও নিশ্চিন্ত থাকব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist