reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০১৮

স্বাস্থ্যসেবায় অন্যতম...

কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতার অংশবিশেষ ছিল ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’। সময়টা বসন্তের হোক আর নাই হোক, আমরাও বলতে পারি, বাংলাদেশে আজ বসন্ত। যে উন্নয়নের রেলে আমরা চলতে শুরু করেছি তা অনেকের কাছে ঈর্ষণীয় হলেও বিশ্ব বলছে, বিষয়টি শতভাগ সত্য এবং সময়ের বাস্তবতায় বাংলাদেশ তা প্রমাণ করেছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী দেশগুলোর মাঝে অন্যতম। কথাটা আমার নয়। বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং। তিনি জানিয়েছেন, বাংলাদেশ স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্ষেত্রে অত্র এলাকার শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। বিশেষত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা অন্য যেকোনো দেশের তুলনায় ভালো ও উন্নত। তার মতে, কমিউনিটি ক্লিনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা বাংলাদেশকে আজ এ পর্যায়ে তুলে এনেছে। কমিউনিটি হেলথ ক্লিনিক তাদের নিজেদের লোকদের সাহায্যের জন্য কাজ করছে। তৃণমূল মানুষের জন্য বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক স্থাপন একটি অত্যন্ত ফলপ্রসূ কর্মসূচি। এটি বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য একটি গ্রহণীয় উদ্যোগ হতে পারে। সাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০৯ সাল থেকে এ কার্যক্রম যাত্রা শুরু করে এবং বিশ্বদরবারে আজ তা একটি উদাহরণ হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

শুধু স্বাস্থ্য খাতেই নয়, বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি যেকোনো দেশের জন্য একটি অনুকরণীয় বিষয় হয়ে উঠেছে। মাথাপিছু আয় এক হাজার ৭০০ ডলারে উন্নীত হওয়ার পর নিশ্চিন্তে বলা যায়, আমাদের এখন আর তলাবিহীন ঝুড়ি নিয়ে দাতাদের দরোজায় দরোজায় ধরনা দেওয়ার দিন শেষ হয়েছে। আমরা এখন চাল, মাছ, মাংস, ডিম ও সবজি উৎপাদনে অর্থাৎ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। আমাদের ৩২ কোটি হাত। যোগ্য নেতৃত্ব পেলে এই হাত দিয়ে যেকোনো অসম্ভবকে সম্ভব করে তোলা কোনো কঠিন বিষয় নয়। সম্ভবত সেই নেতৃত্বই আমাদের কাফেলাকে নেতৃত্ব দিচ্ছে। একটি একটি করে সিঁড়ি ডিঙিয়ে আমরা যেন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। সম্ভবত কোনো বাধাই আর এই চলমান ধারার গতিরোধে সক্ষম হবে না। যদি আমরা আমাদের ইমানি দায়িত্বসহ মেরুদ- সোজা করে চলতে পারি। আমরা মনে করি, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে গেলে একে রহিত করার ক্ষমতা কারো নেই। সেই চেতনাকেই ধারণ করে আমরা গন্তব্যে পৌঁছাবÑ এটাই প্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist