মুহাম্মদ কামাল হোসেন

  ০২ ফেব্রুয়ারি, ২০১৮

ক্রিকেট

নিলামে আইপিএল

আইপিএল নিলামে লুঙ্গি-প্যান্টের দরদাম হয়, অথচ আমাদের তামিম ইকবালের হয় না। এমনকি আইপিএলে গতবারের কামলা হাশিম আমলা দুই সেঞ্চুরি করেও এবার কোনো দল পায়নি। দল পায়নি আরো পরীক্ষিত অনেকে। সে প্রসঙ্গে একটু পরে আসছি। আপাতত পুরনো অভ্যেস ধরে একটু কাসুন্দি গেয়ে আসি। এবারের শীতে আলু, পটোল, শিম কিংবা ফুলকপি-বাঁধাকপির দরদাম ভোক্তা ও ক্রেতাদের প্রত্যাশিত নাগালের মধ্যে নেই। না থাকলেও এই নিয়ে আমার মাথাব্যথাও নেই। আমি বরং পাখির চোখ করে রেখেছি লুঙি আর প্যান্টের দরদাম নিয়ে! কম্বল-সোয়েটার বাদ দিয়ে, লুঙ্গি প্যান্ট! ভাবছেন, ব্যাটা পাগল ছাগল নয়তো(!) কয় কী? প্রশ্ন তুলতে পারেন আমার মস্তিষ্কের সুস্থতা নিয়েও। তাতেও সমস্যা নেই। এবার আসুন বিষয়টি খোলাসা করে বলিÑ প্রায় মাসাধিককাল ধরে ভারতের ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। সেখানে তারা টেস্ট, ওয়ানডের পাশাপাশি টি-টুয়েন্টিসহ পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। যারা ক্রিকেটের সামান্যতম হলেও নাড়িনক্ষত্র বা খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন ভারত সেখানে যতটা গর্জে গিয়েছিল ঠিক ততটা বর্ষাতে পারেনি। রীতিমতো ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। যদিও তারা সর্বশেষ টেস্ট ম্যাচটা জিতে নিয়েছে অনেকটা কাকতালীয়ভাবে। কিন্তু ততক্ষণে লুঙ্গি (লুনগি এনগিদি) আর ফিল্যান্ডারদের মুহুর্মুহু গোলাবারুদের তোপে পড়ে ভারত সিরিজটা ২-১ ব্যবধানে খুইয়ে বসেছে। ‘পাঁচিশ সাল কা হিসেব’Ñএবারের যাত্রায়ও চুকেনি, বরং হিসাবের খাতাটা বাকিই পড়ে রয়েছে। তবুও তাতেও তাদের শেষ রক্ষেটা হবে বলে মনে হচ্ছে না। মুক্তিও এত সহসা নেই। কারণ সামনে আরো ৬টি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ অপেক্ষা করছে। সংগত কারণে, আমি এবারের আইপিএল নিলামকে পাখির চোখ করে রেখেছিলাম। দেখতে চেয়েছিলাম ভারতকে নাকানিচুবানি খাওয়ানো দক্ষিণ আফ্রিকার লুঙ্গির (লুনগি এনগিদি) দরদামটা কেমন হয় কিংবা ফ্র্যাঞ্চাইজি দলগুলোইবা তাকে নিয়ে কতটা টানাটানি করে? মজার বিষয় হচ্ছে, আমি শীতের দিনে গরম চা-কফি হাতে নিয়ে পুরো নিলাম অনুষ্ঠানটা উপভোগ করতে বসলেও পাশাপাশি বক্রচোখে এও খেয়াল রাখছিলাম, নিলামে সবাইকে অবাক করে লুঙি-প্যান্ট পরস্পরকে (ঋষভ প্যান্ট) কতটা টপকে যেতে পারে! কিন্তু অপেক্ষার পর অপেক্ষা চলতে থাকল...। সেই কাক্সিক্ষত দৃশ্যটা আসছেই না। যখন এলো টিভি সেটের সামনে আমি ছিলাম না। ভাগ্যিস, আমার অগ্রজ ভাইকেও আগে থেকেই বিষয়টা জানিয়ে রেখেছিলাম। একপর্যায়ে নিরুপায় হয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি আমার প্রাত্যহিক রুটিনমাফিক কাজে। কিন্তু হঠাৎ করে মোবাইলটা কেঁপে ওঠে বড় ভাইয়ের একটি মেসেজে। তিনি লিখেছেন, লুঙ্গি ৫০ লাখ রুপি! প্যান্ট ১৫ কোটি রুপি! অর্থাৎ লুনগি এনগিদিকে ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে আইপিএলের চেন্নাই সুপার কিংস আর ঋষভ প্যান্টকে গতবারের ১৫ কোটি রুপিতেই ধরে রেখেছে দিল্লি ডেয়ারডেভিলস। বুঝুন ঠ্যালা, এই হলো ভারতীয় করপোরেট দুনিয়ার আইপিএল!!!

হাস্যকর হলেও এটাই সত্যি! আইপিএলে এ সবই হয়। আইপিএলের নিলাম এখন একটা বড় ঘটনাই। ক্রিকেট-বিনোদনের বড় একটি অনুষঙ্গ। পণ্য বিকিকিনির মতো এখানে খেলোয়াড় বেচাকেনা হয়। খেলোয়াড়দের দাম ওঠে, বাড়ে। অনেক অখ্যাতদের কপাল খুলে যায়, বিখ্যাতরা বঞ্চিত হন। কোটি কোটি রুপির অদৃশ্য আদান-প্রদান ঘটে এই আসরে। জুয়ার হাতুড়ির তলে শাখের করাতে পড়ে এখানে অখ্যাত খেলোয়াড়ও বিখ্যাত হয়ে যায় আবার বিখ্যাত খেলোয়াড়ও থেকে যায় অবিক্রীত। নচেৎ তামিম ছাড়াও গতবারে আইপিএলে দুই সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা কেন এবারে আইপিএলে দল পেল না? দল না পাওয়া ওই ‘বাতিল’দের নিয়ে একাদেশ নির্বাচন করা হলে নিঃসন্দেহে বেশ শক্তপোক্ত একটা দলই দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, ‘বাতিল’দের নিয়ে গড়া দলকে আইপিএলে অন্তর্ভুক্ত করা হলে চ্যাম্পিয়নও হতে পারে তারা! শক্তিতে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে আইপিএলের বাতিল একাদশ। এখানে কে নেই? পেস আক্রমণে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে আমাদের হার্টথ্রব তামিম ইকবাল, হাশিম আমলা, ইয়ন মরগান, মার্টিন গাপটিল, লেন্ডন সিমন্স, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, স্যামুয়েল বদ্রি, ইশান্ত শর্মা ও মিচেল ম্যাকক্লেনাঘানসহ অনেকে। এদের মধ্যে আমাদের তামিম ইকবালের প্রসঙ্গেই আরো একটু বিস্তারিত বলা যাক। আইপিএলে এবারের নিলাম তালিকায় ছিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটারÑ সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও আবুল হাসান। এই লেখাটা যখন লিখতে বসেছি, তখন পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ মাত্র ২ কোটি রুপিতে সাকিবকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং মোস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। অথচ অলরাউন্ডারের তকমায় সাকিবের চেয়ে যোজন যোজন পেছনে পড়ে থেকেও ইংল্যান্ডের বেন স্টোকস হয়েছে এবারের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার! সাকিবের প্রায় ৬ গুণ দামে অর্থাৎ ১২ কোটি ৫০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালস তাকে দলে টেনে নিয়েছে। আমাদের বাকি চার ক্রিকেটারের কাউকে আর নিলামে ডাকাই হয়নি! অথচ তামিম ইকবাল হচ্ছেন ২০১৫ বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন। বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়নস ট্রফিসহ বিপিএলে ও পিএসএলে মাতিয়েছেন। নিজের ভিত্তিমূল্যও রেখেছেন নাগালের মধ্যে। তবু এবারও তামিম ইকবালকে নিলামে কিনল না আইপিএলের কোনো দল। অথচ নিলামে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন সন্দ্বীপ লামচানেও! তামিমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি, আইপিএলের হিসাবে এটি তেমন কোনো দামই নয়। হ্যাঁ এটা যদিও ঠিক, ২০১২ সালের আইপিএলে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে পুনে ওয়ারিয়র্সে জায়গা হয়েছিল তামিম ইকবালের। কিন্তু আইপিএলের স্বাদ নেওয়ার মতো কার্যত সুযোগ তেমন একটা পাননি। আর তখনকার তামিমও এখনকার মতো ধারাবাহিক ও আস্থার জায়গায় ছিলেন না। অথচ আজকের সময়ে এই তামিম বদলে যাওয়া এক ব্যাটসম্যান। পরিসংখ্যানও কথা বলছে তামিমের পক্ষে। আসুন, সেদিকে একটু নজর দেওয়া যাক। ২০১৫ সাল থেকে কমপক্ষে ১৫ ম্যাচ খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে গড়ে (৫২.৪৮) সেরা আট ব্যাটসম্যানের একজন তামিম। গত তিন বছরে তামিম ধারাবাহিকতায় পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথ (৬১ ম্যাচে ৪৮.৯০ গড়ে ২৪৯৪ রান) ও কেন উইলিয়ামসনের (৬৪ ম্যাচে ৪৮.৮৬ গড়ে ২৯৩২ রান) মতো ব্যাটসম্যানদের। কেবল গত দুই বছরে ২৪ ম্যাচে ৬১.৭৬ ব্যাটিং গড়ে ১২৯৭ রান করেছেন তামিম। এই সময়ে ৩০ ম্যাচে ৫২.৯৫ গড়ে ১১১২ রান করেছেন এবিডি ভিলিয়ার্স। ডেভিড ওয়ার্নার (৩৯ ম্যাচে ৫৭.৪০ ব্যাটিং গড়), শিখর ধাওয়ান (২৭ ম্যাচে ৪৯.৮৮ ব্যাটিং গড়) কিংবা মার্টিন গাপটিলের (৩২ ম্যাচে ৪৯.০০ ব্যাটিং গড়) মতো ওপেনাররাও এ সময়ে তামিমের চেয়ে পিছিয়ে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এ সময় তামিম ইকবালের আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যান বিবেচনায় নিলেও তার ধারাবাহিকতার প্রতি কোনো প্রকার সুবিচার করা হয়নি। ঘরোয়া টি-টোয়েন্টিগুলোতে তামিম ছিলেন অবিশ্বাস্য। পিএসএলে ৪৫.১২ গড়ে তার ৩৬১ রান। ১১ ম্যাচের চারটিতে ফিফটি। কদিন আগে আমাদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলে ১০ ম্যাচে ৩৬.৮৮ গড়ে করেছেন ৩৩২ রান!

‘ওল্টো বুঝলিরে রাম’- লোকে কথাটা হয়তোবা এজন্যই বলে থাকে। নয়তো রাম-লক্ষণদের দেশের (ভারত) সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর ইয়া বড় বড় তাবৎ ক্রিকেট বিশ্লেষক ও বোদ্ধাদের হিসেবে গড়বড় হবে কোন পরিসংখ্যানের যুক্তিতে?

লেখক : কথাসাহিত্যিক ও কলামিস্ট

[email protected]

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist