reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০১৮

বিদ্যুৎখাতে সাফল্য...

একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নে যদি ভূমিকার কথা উল্লেখ করতে হয়, তাহলে প্রথমেই বলতে হয় বিদ্যুতের কথা। সম্ভবত বিদ্যুৎই হচ্ছে উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। আমরা দেখেছি, অন্ধকার সবসময় জড়ত্বের মাঝে ঘনীভূত হয়। আলো পৃথিবীর সবকিছুকেই বেগবান করে। আর বিদ্যুৎ হচ্ছে সেই শক্তি যে শক্তি আলো উৎপাদনে সহায়ক। সেই বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি এসে পৌঁছেছে। গত ৯ বছরে ৯ হাজার ৪৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে সরকার। ফলে বিদ্যুতের মোট স্থাপিত ক্ষমতা ক্যাপটিভসহ ১৬ হাজার ৪৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে। এছাড়া বিদ্যুতের সুবিধাভোগী জনসংখ্যা ৪৭ থেকে ৮৩ শতাংশে উন্নীত হয়েছে। যাকে সাফল্যের সেরা হিসেবে চিহ্নিত করতে শত্রুপক্ষেরও কেউ কার্পণ্য করবে না বলেই সবার বিশ্বাস। তবে অনেকে ত্রুটিবিচ্যুতির কথা বলেছেন। তাদের এ কথাকে স্বীকার করে নিয়েই বলতে হয়, যেখানে কাজ হয় সেখানে ত্রুটিবিচ্যুতি না থাকাটাই অস্বাভাবিক। যে কাজ করবে, তার ভুল হতে পারে। যে কাজ করে না তার ভুল হওয়ার বা করার কোনো পথই খোলা থাকে না। সুতরাং আমরা বলতেই পারি, বাংলাদেশের বিদ্যুৎ খাতে কাজ হয়েছে এবং যতটুকু হয়েছে তা প্রশংসার দাবি রাখে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে অতিরিক্ত ১৬ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। ঠিকঠাক কাজ শেষ করতে পারলে ২০২১ সাল নাগাদ বিদ্যুতের উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২৪ হাজার মেগাওয়াট। এ পর্যায়ে বলা যেতে পারে, বিগত ৯ বছরে যে বাড়তি ৯ হাজার ৪৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে তা যাচ্ছে কোথায়? নিশ্চয়ই তা সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়নি। ব্যবহৃত হয়েছে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে। দেশের সাধারণ মানুষের মানোন্নয়নের জন্যই তা ব্যবহার করা হয়েছে। আর এ কারণেই লোডশেডিংমুক্ত একটি দেশ হওয়ার ক্ষেত্রে আমরা আজ অনেকটাই এগিয়েছি। রফতানি আয়কে বহুলাংশে বাড়াতে সক্ষম হয়েছি। এখানে না বললেই নয় যে, আমাদের সব উন্নতির পেছনে যে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত ছিল সে বিষয়টি হচ্ছে বিদ্যুৎ। আমরা মনে করি, পৃথিবীর জীব ও প্রাণিজগতের সব সদস্যকে গতিশীল থাকার জন্য খাবার গ্রহণ যে রকম বাধ্যতামূলক; একইভাবে সভ্যতাকে গতিশীল থাকার জন্য খাবার হিসেবে বিদ্যুৎ সঞ্চালনও বাধ্যতামূলক। আমরা আশা করব, বিদ্যুৎ উত্তরোত্তর বিকশিত হোক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist