reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

রেলক্রসিংয়ে দুর্ঘটনা বন্ধ হোক

রেলক্রসিংয়ে দুর্ঘটনার সংবাদ নতুন কিছু নয়। প্রায়ই ঘটে এই দুর্ঘটনা। কারণ একটাইÑঅবৈধ রেলক্রসিং। দেশের বিভিন্ন জায়গায় অবৈধ রেলক্রসিংয়ের কারণে বছরে অনেক মানুষ মারা যায়। যা কোনোভাবেই কাম্য নয়। অনেক জায়গায় রেলক্রসিং স্পটে লোক নিয়োগ দেওয়া থাকে, কিন্তু ব্যবস্থাপনা ভালো নেই। আবার কোথাও ভালো ব্যবস্থাপনা আছে লোক নেই। আবার কোথাও ভালো ব্যবস্থাপনা ও লোক দুটোই আছে, কিন্তু দায়িত্বে অবহেলা। অবার কিছু ক্ষেত্রে জনগণের অসচেতনতা ও অধিক আত্মবিশ্বাসই রেল দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া রেল দুর্ঘটনার আরেকটি কারণ হলোÑরেললাইনে হেঁটে হেঁটে মোবাইল ফোনে কথা বলা। অথচ রেলক্রসিংয়ে দুর্ঘটনার শিকার পথচারী। রেল দুর্ঘটনা এড়াতে হলে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আর তা হলো-রেলক্রসিং স্পটে দায়িত্বশীল লোক নিয়োগ, যথেষ্ট ব্যবস্থাপনা ও জনসচেতনতা। এতে রেলক্রসিংয়ের দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। এ ব্যাপারে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

মো. আমিনুর রহমান, যাত্রাবাড়ী, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist