reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ডিসেম্বর, ২০১৭

বাউয়েট ক্যাম্পাস পরিদর্শনে পাবিপ্রবির প্রতিনিধিদল

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) নিজস্ব স্থায়ী ক্যাম্পাস ২২ নভেম্বর বুধবার পরিদর্শন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এ এইচ এম শহীদউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী মতবিনিময় শেষে বাউয়েটের শিক্ষার্থীদের উদ্দেশে স্কাইলাইট মিলনায়তনে এক বক্তৃতায় বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাউয়েটের পাশে থাকবে এবং একসঙ্গে কাজ করে যাবে।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে. কর্নেল (অব.) জি এম আজিজুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আওয়াল কবির জয়, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ইইই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আকরামুল আলীম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নাজমুল হুদা, রসায়ন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল আমিন, ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) মেজর (অব.) মো. আব্দুর রশীদ, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তারা। প্রতিনিধিদল বাউয়েটের বিভিন্ন ল্যাবরেটরি এবং শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন।

প্রতিনিধিদল বাউয়েটের বিভিন্ন শিক্ষা, সহশিক্ষা, খেলাধুলা উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist