reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৭

চুয়েটে নবম স্নাতক জাতীয় গণিত অলিম্পিয়াড

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের আয়োজনে ১৭ নভেম্বর শুক্রবার ‘৯ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৭’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এ গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের স্নাতক পর্যায়ের প্রায় ১৩টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের মোট ১২০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বেলা সাড়ে ১১টায় প্রতিযোগিতার মূল পর্ব গণিত অলিম্পিয়াডে অবতীর্ণ হন শিক্ষার্থীরা। এরপর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয় গণিত বিষয়ক মজার-মজার সমস্যা নিয়ে প্রশ্নোত্তর পর্ব। বিকেল ৪টায় অলিম্পিয়াডের ফল ঘোষণা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।

৯ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড, চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক ও চুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. আবদুল আলীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist