reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০১৭

ঢাবিতে নবায়নযোগ্য শক্তিবিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ‘অ্যাপ্লায়েড রিসার্চ অন এনার্জি অ্যান্ড পাওয়ার’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ৭ নভেম্বর মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারপারসন শাহীন আহমেদ চৌধুরী, সদস্য সেলিমা জাহান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দীন, সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মো. আজিজ খান ও বিএসআরইএর সভাপতি দিপল চন্দ্র বড়–য়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক স্বাগত বক্তব্য দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ‘ব্যবহারিক গবেষণা ছাড়া নবায়নযোগ্য শক্তি খাতের উন্নয়ন সম্ভব নয়’ উল্লেখ করে তিনি বলেন, এই খাতকে টেকসই করতে বিভিন্ন শাখার গবেষকদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist