reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৭

শেকৃবির সঙ্গে ইসলামী রিলিফ বাংলাদেশের চুক্তি

কৃষি গবেষণায় অনন্য সহযোগিতার জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের একটি সমঝোতা চুক্তি হয়েছে। ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের উপাচার্য কনফারেন্স রুমে এই সমঝোতা চুক্তি হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, সাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. রুহুল আমিন, প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক আয়েশা আক্তার উপস্থিত ছিলেন। শেকৃবির পক্ষ থেকে বোটানি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুব ইসলাম এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর গোলাম মোতাসিম বিল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে তারা স্বাক্ষরিত সমঝোতা স্মারক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের নিকট হস্তান্তর করেন। সমঝোতা স্মারক অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা ছাদ বাগান এবং বিভিন্ন উচ্চ ফলনশীল ও খরা সহিষ্ণু জাতের শস্য যেমনÑধান, ভুট্টা, আলু অন্যান্য শাক-সব্জি ইত্যাদি উদ্ভাবনের জন্য কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist