মুন্নি আক্তার

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

গণস্বাস্থ্য মেডিক্যালে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ১৯তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী হাবিবুর রহমান আনসারি স্মরণে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘প্রয়াত হাবিব আনসারি স্মৃতি ষষ্ঠ ইন্টার এমবিবিএস ফুটবল টুর্নামেন্ট-২০১৭।’ এ আয়োজনের টাইটেল স্পন্সর নোহেপ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভিন বানু। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম, ফিজিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুনজিবা শামস।

জাতীয় সংগীত ও হাবিব আনসারির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুর ১:৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতে হাবিব আনসারির নামে টুর্নামেন্টের নামকরণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. মুনজিবা শামস।

অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানম বলেন, নিয়মিত রুটিনমাফিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন রয়েছে। এমন আয়োজনের মাধ্যমে সিনিয়র-জুনিয়রদের মাঝে সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরো গভীর হবে। এছাড়াও সুষ্ঠুভাবে খেলা পরিচালনার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু। এবারের টুর্নামেন্টে এমবিবিএস মোট ছয়টি ব্যাচ অংশগ্রহণ করছে। উল্লেখ্য, ১৯তম ব্যাচের হাবিবুর রহমান ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist