reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০১৭

এনইউবি ভিসি পেলেন এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড

শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনবদ্য অবদানের স্বীকৃত স্বরূপ নর্দান ইউনিভার্সিটির (এনইউবি) উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন পেলেন এমটিসি গ্লোবাল আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট টিচার অব ফরেন অরেজিন অ্যাওয়ার্ড-২০১৭।

এমটিসি গ্লোবাল কর্তৃপক্ষ ৭ সেপ্টেম্বর ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান করেন। এই পুরস্কারটি ১১-সদস্যের জুরি বোর্ড কর্তৃক মঞ্জুরিপ্রাপ্ত হয়। এমটিসি হলো ভারতের আন্তর্জাতিক শিক্ষা গবেষণাকারী ব্যাঙ্গালোরে অবস্থিত একটি প্রতিষ্ঠান, যা বিশ্বে ৩০টি দেশে ৩০ হাজারের বেশি সদস্য নিয়ে কাজ করে। এমটিসি গ্লোবাল আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট টিচার অব ফরেন অরিজিন ২০১০ সাল থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ অ্যাওয়ার্ড দিয়ে আসছে। এমটিসি গ্লোবাল ইউনাইটেড নেশনস কর্তৃক স্বীকৃত একটি স্বনামধন্য একাডেমিক প্রতিষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist