reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০১৭

সমাজের সমস্যা সমাধানে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অণুজীব বিজ্ঞান বিভাগে ‘বাংলাদেশ অণুজীব বিজ্ঞানী সমিতি’ এবং ‘বাংলাদেশ বিজ্ঞান পরিষদ’-এর যৌথ উদ্যোগে ‘Chikungunya- A Potentially emerging epidemic in Bangladesh’ শীর্ষক এক সেমিনার ১০ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।

বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. কাজী আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অণুজীব বিজ্ঞানী সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহফুজুল হক। সেমিনারে মূল প্রতিপাদ্য নিয়ে বক্তব্য উপস্থাপন করেন অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জামালুন্নেসা। আরো বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হুমায়ুন রেজা খান, বাংলাদেশ বিজ্ঞান পরিষদের ফেলো মেজর জেনারেল (অব.) অধ্যাপক ড. এএসএম মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সমাজের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক এবং গবেষকদের দায়িত্ব। এই সেমিনারও সে ধরনের একটি উদ্যোগ। চিকুনগুনিয়ার অস্বাভাবিক পরিস্থিতি প্রতিরোধে সমাজে সচেতনতা সৃৃষ্টি করার জন্য সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মহানগরীর অন্যান্য স্থানে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে তেমনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও আমাদের সচেতন হতে হবে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist