reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০১৭

নোবিপ্রবির ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪৪ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত অনুন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য আগামী এক বছরের ব্যয় হিসাব এ বাজেটে অন্তর্ভুক্ত। ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট পেশ করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর এবং সাংবাদিকরা

উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৩ লাখ টাকা। বেতন-ভাতা বাবদ বরাদ্দ ২৩ কোটি টাকা, যা মোট বাজটের প্রায় ৫২ শতাংশ। সাধারণ আনুষঙ্গিক খাতে ৯ কোটি ৪০ লাখ টাকা, যা বাজেটের ২১ শতাংশ। এছাড়া মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন (রক্ষণাবেক্ষণ) কার্যক্রমের জন্য ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ টাকা।

প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ‘২০০৬-০৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ে রাজস্ব বাজেট বরাদ্দ ছিল ৬০ লাখ ৫৮ হাজার টাকা। আমি যখন দায়িত্ব গ্রহণ করি, ২০১৪-১৫ অর্থবছরে ছিল ২০ কোটি ৬০ লাখ টাকা, বর্তমানে ২০১৭-১৮ অর্থবছরে যা দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি পেয়ে ৪৪ কোটি ৩৫ লাখ টাকায় উন্নীত হয়। সে হিসেবে এবারের ঘোষিত বাজেটের আকার অন্য সব অর্থবছরের তুলনায় অনেক বেড়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist